ছিংহাই প্রদেশের উন্নয়ন ও সংস্কার কমিটি ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে গ্রামাঞ্চলের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ডর্মিটরিপুননির্মাণ প্রকল্প সম্পর্কিত পরিকল্পনা ইতোমধ্যেই শেষ হয়েছে এবং পুননির্মাণ কাজ শগ্গিরি শুরু হবে।
খবরে জানা গেছে, পরিকল্পনা অনুসারে ছিংহাই প্রদেশ ১৮৬টি স্কুলের জন্য ৩৫ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে।
*অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বাওথৌ শহর ১০ লাখ ইউয়ান রেনমিনপি বরাদ্দ করে তিন বছরের মধ্যে সারা শহরের ১২ হাজার খুবই দরিদ্র কৃষক ও পশুপালকের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেবে।
বাওথৌ শহরের দারিদ্র্য বিমোচন অফিসের পরিচালক রেন ফু ব্যাখ্যা করে বলেছেন, এসব দরিদ্র কৃষক ও পশুপালকের বার্ষিক আয় ৬৮৫ ইউয়ানের নিচে এবং তাদের চিকিত্সার কোন নিশ্চয়তা নেই।
তিনি আরো বলেন, দরিদ্র জনগণের জন্য স্বাস্থ্য পরীক্ষা দেয়া ছাড়াও, যাদের চিকিত্সা গ্রহণের জন্যে হাসপাতালে থাকতে হবে তাদের ফী কমানোসহ সুবিধাজনক নীতি ভোগ করতে পারেন। এ বছর দুই হাজারেরও বেশী কৃষক ও পশুপালক এতে উপকৃত হবে বলে অনুমাণ করা হচ্ছে।
*গ্রাম থেকে আসা শ্রমিকদের ছেলেমেয়েদেরকে সুষ্ঠুভাবে শিক্ষা পাওয়া সুনিশ্চিত করা জন্যে সম্প্রতি শানসি প্রদেশের শিক্ষা দপ্তর একটি নিয়ম প্রণয়ন করেছে যে, বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রশাসনিক বিভাগ এবং মাধ্যমিক বিদ্যোলয় ও প্রাথমিক স্কুল গ্রাম থেকে আসা শ্রমিকদের ছেলেমেয়েদেরকে অন্য চোখে দেখা নিষেদ্ধ এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ফী আদায় করা উচিত নয়।
|