চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের একজন কর্মকর্তা গত বৃহস্পতিবার পেইচিংয়ে বলেছেন , ২০০৫ সালের তুলনায় ২০১০ সালে চীনের মাথাপিছু জি ডি পির জ্বালানি ক্ষয়ের হার ২০ শতাংশ কমানোর লক্ষ্য বাস্তবায়নের জন্যে চীন সরকার কিছু বাস্তব পদক্ষেপ নিচ্ছে ।
" চীন-ভারত টেকসই উন্নয়নের কেন্দ্র - জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ শিল্পের সহযোগিতা সংক্রান্ত এক বিনিময় সভায়" চীনের এ কর্মকর্তা আরো বলেন , বর্তমানে চীনের সংশ্লিষ্ট বিভাগ বেশি জ্বালানীর ক্ষয়সম্পন্ন শিল্পের অতি দ্রুত উন্নয়নকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং একই সংগে আইন মোতাবেক পুরনো ও অনুন্নত সরঞ্জাম ও প্রযুক্তিগত ব্যবস্থা বাতিল করে চলেছে ।
গত মে মাসে চীন জ্বালানি সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাস নির্গমন সংক্রান্ত বহুমুখী কার্যক্রম প্রকাশ করেছে । এ কার্যক্রমে চীনের জ্বালানি সাশ্রয়ের ১০টি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে ।
|