দেশটির আয়তন ২৭.৮ লাখ বর্গকিলোমিটার। ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। আর্জেনটিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। তার উত্তর দিকে আটলান্ডিক মহাসাগর। দক্ষিণ দিকে দক্ষিণ মেরু মহাদেশ। পশ্চিম দিক চিলির সঙ্গে সংলগ্ন। তার উত্তর দিকে বলিভিয়া । উত্তর-পূর্বাঞ্চলে ব্রাজিল। লোকসংখ্যা ৩.৬২ কোটি। এর মধ্যে শ্বেত জাতি ৯৫ শতাংশে দাঁড়ায়। সরকারী ভাষা স্প্যানিশ।
১৮১৬ সালের ৯ জুন মাসে আর্জেনটিনা স্বাধীনতা ঘোষণা করে। দেশটির জাতীয় দিবস হলো ২৫ মে (১৯১০) ১৮৫৩ সালে দেশটির প্রথম সংবিধান গৃহীত হয়।
আর্জেনটিনার আবহাওয়া খুবই আরাম লাগে। ল্যাটিন আমেরিকা দেশগুলোর মধ্যে আর্জেনটিনার সার্বিক রাষ্ট্রীয় শক্তি বেশি বিরাট। দেশটির শিল্প ক্ষেত্রের সংখ্যাও প্রচুর। আর্জেনটিনা ল্যাটিন আমেরিকার অর্থনৈতিক উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির প্রাকৃতিক সম্পদ প্রচুর, লোহা, রৌপ্য, তামা, সোনা, তেল, প্রাকৃতিক গ্যাস এবং কাঠ ইত্যাদি। এ জন্য আর্জেনটিনা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে তেল উত্পাদনকারী ও রপ্তানীকৃত ক্ষেত্রের সর্বোচ্চ দেশ । তেলের মোট পরিমাণ ২.৮৮ বিলিয়ন ব্যারেল। প্রাকৃতিক গ্যাসের মোট পরিমাণ ৭৬৩.৫ বিলিয়ন কিউবিকমিটার। বনের আয়তন সারা দেশের এক তৃতীয়াংশ । তাছাড়া, দেশটির মত্স্যও প্রচুর।
1 2
|