মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ও অর্থ মন্ত্রী হেনরি পলসন পয়লা আগষ্ট তার চার দিনব্যাপী চীন সফর শেষ করেছেন।
সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট হু চিনথাও'র সঙ্গে সাক্ষাত্ করেছেন। প্রেসিডেন্ট হু চিনথাও'র বিশেষ প্রতিনিধি ও উপ প্রধানমন্ত্রী উ ই পলসনের সঙ্গে আলোচনা করেছেন। দু'নেতা আগামী ডিসেম্বর মাসে পেইচিংয়ে অনুষ্ঠিতব্য তৃতীয় চীন-মার্কিন কৌশলগত অর্থনৈতিক সংলাপের নীতি, আলোচ্য বিষয় ও সংশ্লিষ্ট পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেছেন।
পলসন বলেছেন, নিয়মিতভাবে কৌশলগত অর্থনৈতিক সংলাপ করা উচিত। এর মাধ্যমে দু'দেশের সম্পর্কের উন্নিত হবে।
পলসন এ পর্যন্ত ৭০বার চীন সফর করেছেন। তিনি এবারের সফরে বিশেষ করে পশ্চিম চীনের ছিংহাই প্রদেশ পরিদশর্ন করেছেন। তিনি এ অঞ্চল চীন সরকারের বিশেষ প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও পুর্ণাংগ করে তোলার জন্য চেষ্টার প্রশংসা করেছেন।
এটি হল পলসনের মার্কিন অর্থ মন্ত্রী হিসেবে চতুর্থ বার চীন সফর। তিনি পৃথক পৃথকভাবে চীনের জাতীয় উন্নয়ন আর সংস্কার কমিটি ও চীনের গণ ব্যাংকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
ছাই ইউয়ে
|