২ আগষ্ট পেইচিংয়ে প্রকাশিত পিপলস ডেইলির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর থেকে চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীলভাবে বাড়ছে এবং উন্মুক্তকরণের মানও ধাপে ধাপে বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে বৈদেশিক পুঁজি গ্রহণের গুণগত মানের উপর গুরুত্ব দেয়ার কারণে বাণিজ্যিক কাঠামো অব্যাহতভাবে সুবিন্যাস্ত হচ্ছে, বৈদেশিক পুঁজি গ্রহণ ও বিদেশে পুঁজি বিনিয়োগ বাড়ছে এবং বৈদেশিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কও বিকশিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতির হার বৃদ্ধির ক্ষেত্রে বৈদেশিক পুঁজির অবদানের হার ২০ শতাংশেরও বেশী। এটি চীনের অর্থনীতির বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ বছারের প্রথমার্ধে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিস্থিতি ইতিবাচক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দ্বন্দ্ব ও সমস্যাও রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টি আকর্ষণীয় সমস্যা হচ্ছে বৈদেশিক বাণিজ্যের উদ্বৃত্ত মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়া। এ প্রবণতা প্রশমনের জন্যে ইতিবাচক উপায় অবলম্বন করা প্রয়োজন। (লিলি)
|