v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-02 19:52:30    
মার্কিন সংসদ সদস্যরা মার্কিন-চীন সম্পর্ক ত্বরান্বিত করার কয়েকটি প্রস্তব দেবেন

cri
    মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির চারজন সংসদ সদস্য পয়লা আগষ্ট কংগ্রেসের কাছে মার্কিন-চীন সম্পর্ক জোরদার সম্পর্কে চারটি প্রস্তাব দেয়ার কথা বলেছন। তাঁরা আশা করেন, এ ধরণের গঠনমূলক উপায়ে মার্কিন-চীন সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা যাবে এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানো যাবে।

    খবরে জানা গেছে, এ চারটি প্রস্তাবকে "মার্কিন-চীন ২০০৭ সালের প্রতিদ্বন্দ্বিতার শক্তির প্রক্রিয়া" বলে গণ্য করা হচ্ছে। এতে মার্কিন ও চীনের কূটনীতি, আর্থ-বাণিজ্য, সংস্কৃতি ও জ্বালানীসম্পদসহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে। এসব প্রস্তাব অনুসারে যুক্তরাষ্ট্র চীনের উ হান শহরে নতুন কনসুলেট স্থাপনের বিষয়ে বিবেচনা করবে, চীনকে গণ কূটনৈতিক ক্ষেত্রে ব্যয় বাড়াবে, চীনে রপ্তানির পরিমাণ বাড়াবে, চীনের বাজারে আরো ভালভাবে উন্নয়নের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সাহায্য করবে এবং চীনা ভাষা শিক্ষার জন্য অনুপ্রানিত করবে। তা ছাড়া, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে জ্বালানীসম্পদ সমস্যার ব্যাপারে সহযোগিতা জোরদার করবে এবং মিলিতভাবে পুনঃব্যবহার্য জ্বালানীসম্পদের উন্নয়ন করবে।

    এ চার জন সংসদ সদস্য জোর দিয়ে বলেছেন, উল্লেখিত প্রস্তাব দু'পার্টির কিছু অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে। নারী সংসদ সদস্য সুসান দাভিস বলেন, বর্তমানে কিছু লোক চীনের দ্রুত উন্নয়নকে এক ধরণের হুমকি হিসেবে মনে করে। তিনি মনে করেন, চীনের দ্রুত উন্নয়ন মার্কিন জনগণের জন্যে একটি সুযোগ। (লিলি)