চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও ২ আগস্ট বলেছেন, চীন বিভিন্ন পক্ষের বর্তমান দার্ফুর সমস্যার ইতিবাচক প্রবণতার মূল্যায়ন করা, পুরোপুরিভাবে সুদান সরকার, জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন এই তিন-পক্ষের গৃহীত ব্যবস্থাকে কাজে লাগানো এবং সুষ্ঠুভাবে নিরাপত্তা পরিষদের ১৭৬৯ নম্বর প্রস্তাব কার্যকর করতে ইচ্ছুক।
৩১ জুলাই নিরাপত্তা পরিষদে গৃহীত ১৭৬৯ নম্বর প্রস্তাবে, সুদানের দার্ফুর এলাকায় আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের 'যৌথ' শান্তি রক্ষী বাহিনী নিয়োগের অধিকার দেয়া হয়েছে। লিউ চিয়ানছাও বলেছেন, এটা হচ্ছে দার্ফুর সমস্যা সমাধান প্রক্রিয়া ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন এই প্রস্তাবকে স্বাগত জানায়।
তিনি আরো বলেছেন, শান্তি রক্ষী তত্পরতা দার্ফুর সমস্যা সমাধানের একটি দিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দার্ফুর এলাকার রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করা, সুদান সরকারকে দার্ফুর এলাকার মানবিক অবস্থা উন্নত করা এবং পুনর্গঠন ও উন্নয়নকে ত্বরান্বিত করা। এটা হচ্ছে দার্ফুর এলাকার স্থায়ী শান্তি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।
( খোং চিয়াচিয়া )
|