চীনের গণ পূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিউ পাও সিং ২ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের প্রথম শহরে যাতায়াত ব্যবস্থা সংক্রান্ত একটি আন্তর্জাতিক বার্ষিক অধিবেশনে বলেছেন , গণ যাতায়াত ব্যবস্থাকে প্রাধান্য দেয়ার উন্নয়ন কৌশল বাস্তবায়ন হচ্ছে চীনের শহরের যাতায়াত ব্যবস্থা উন্নয়নের গুরুত্বপূর্ণ উপায় ।
ছিউ পাও সিং বলেন , গণ যাতায়াত ব্যবস্থাকে প্রাধান্য দেয়া সুষ্ঠুভাবে বিভিন্ন শহরের উন্নয়নে জমির অভাবের অবস্থার সংগে সংগতিপূর্ণ । এটি বাতাসের দুষণ কমিয়ে আনা এবং জ্বালানী সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাসের নি:সরণ হ্রাসের পক্ষেও সহায়ক । তিনি বলেন , বর্তমানে চীন সরকার " শহরে গণ যাতায়াত ব্যবস্থা সংক্রান্ত বিধি" প্রণয়ন করছে , যাতে আইন প্রণয়নের মাধ্যমে গণ যাতায়াত ব্যবস্থাকে প্রাধান্য দেয়ার প্রতি নীতিগত ও আর্থিক সহায়তা দেয়া যায় ।
ছিউ পাও সিং বলেন , আগামী ৫ বছরের মধ্যে চীনের বড় বড় শহরে যেসব লোক বাসে করে বাইরে যাবে , সেসব লোকের সংখ্যা এখনকার ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে ।
|