ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ১ আগস্ট বলেছেন, ইসরাইল ফিলিস্তিনের ফাতাহ'র কাছে জর্ডান নদীর পশ্চিম তীরের কিছু অংশের নিয়ন্ত্রণ অধিকার হস্তান্তর করতে ইচ্ছুক।
ইসরাইলের প্রধানমন্ত্রী অফিসের একজন মুখপাত্র গণ-মাধ্যমকে জানিয়েছেন, এ দিন ওলমার্ট জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইসের সঙ্গে বৈঠক করার সময় জর্ডান নদীর পশ্চিম তীরের কিছু অংশের নিয়ন্ত্রণ অধিকার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করতে ইচ্ছুক। তিনি আরো বলেছেন, গাজা এলাকা নিয়ন্ত্রণ করা হামাসকে অব্যাহতভাবে নিঃসংগ করা হবে।
এ দিন ভোরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে এক প্রেস ব্রিফিং-এ রাইস ফিলিস্তিন ও ইসরাইলকে সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছেন, যাতে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।
গত জুন মাসে হামাসের গাজা এলাকার নিয়ন্ত্রণগ্রহণ করার পর, এটা ফিলিস্তিন-ইসরাইল অঞ্চলে রাইসের প্রথম সফর।
( খোং চিয়া চিয়া)
|