v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-02 17:43:37    
সুদান সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবকে গ্রহণ করার কথা ঘোষণা করেছে

cri
    সুদানের পররাষ্ট্র মন্ত্রী লাম আকোল আজাওইন আগোন্ডিত আগোন্ডিত ১ আগস্ট বলেছেন, সুদান সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭৬৯ নম্বর প্রস্তাবকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে গুরুত্ব সহকারে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়নের প্রস্তাবের বিষয়টি বাস্তাবয়ন করা হবে। এদিন ই ইউ, জার্মানী এবং মিশর পৃথক পৃথকভাবে এ নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

    তিনি খারতুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ প্রস্তাব গ্রহণের কারণ হচ্ছে এর মাধ্যমে সুদান সরকারের দুশ্চিন্তা ও উদ্বেগ নিরসন করা। তিনি আরো বলেছেন, এ প্রস্তাবে স্পষ্টভাবে সুদানের সার্বভৌমত্ব , স্বাধীনতা এবং ভূভাগীয় অখন্ডতার প্রতি সম্মানের কথা বলা হয়েছে। একই সঙ্গে এ প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে দারফুর অঞ্চলের পুনর্গঠন ও উন্নয়নে সাহায্য করার আহ্বান জানানো হয়েছে।

    ই ইউ'র কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি জ্যাভিয়ের সোলানা এক বিবৃতিতে বলেছেন, ই ইউ শান্তি রক্ষী বাহিনীর সহায়তায় সমস্যা নিরসনের যথাসাধ্য চেষ্টা করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাজনৈতিক উপায়ে দারফুর সমস্যা সমাধানের স্থায়ী প্রস্তাব খুঁজে বের করা সক্ষম ।

    জার্মানীর একজন মুখপাত্র থমাস স্টেগ বলেছেন, নতুন প্রস্তাবকে জার্মান সরকার স্বাগত জানিয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আলি আবৌল ঘেইত বলেছেন, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ যথাসাধ্য সহযোগিতা করবে বলে তিনি আশা করছেন। যাতে দারফুর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা পুনরায় বাস্তবায়ন করা যায়।