১ আগস্ট সন্ধ্যায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের নেতৃবৃন্দ পেইচিংয়ে অংশগ্রহণকারী চীনা গণ মুক্তি ফৌজের বীর প্রতিনিধিদের সঙ্গে চীনের গণ মুক্তি ফৌজের আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন । কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান কুও বো সিউং এবং প্রতিরক্ষামন্ত্রী ছাও কাং ছুয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইসচেয়ারম্যান সু ছাই হৌ বলেছেন, চীনের গণ মুক্তি ফৌজ হচ্ছে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর অসংখ্য বীরসন্ডানের গণ ফৌজ। ৮০ বছর ধরে , হাজার হাজার বীর ও আদর্শ ব্যক্তি এবং অত্যাধুনিক গোষ্ঠী চীনের বিপ্লবী, কর্ম ও সংস্কার ব্রতে নিজেদের রক্ত, ঘাম দিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন এবং চীনা গণ মুক্তি ফৌজের স্থাপন ও উন্নয়নে অনন্যসাধারণ অবদান রেখেছেন।
তিনি বলেছেন, দেশের স্থল, নৌ এবং বিমান বাহিনীর উচিত অব্যাহতভাবে চীনা কমিউনিস্ট পার্টির পরিচালনা মেনে চলা, জনগণের সেবা করা এবং সাহসের সঙ্গে নিপুণভাবে লড়াই চালানোর শ্রেষ্ঠ ঐতিহ্য লালন-পালন করা। যাতে চীনের গণ মুক্তি ফৌজেরস্থাপনকে ত্বরান্বিত করা যায়। নতুন শতাব্দীতে চীনা গণ মুক্তি ফৌজেরঐতিহাসিক দায়িত্ব কার্যকরভাবে পালন করার ব্যাপারে আরো বেশি নতুন অবদান রাখতে সক্ষম হবে।
|