v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-01 20:06:30    
সি আর আই তুমি

cri
    সি আর আই তুমি, রুপালী নদীর মতো অবলীলায়

    প্রবাহিত হও সবার মনে।

    সুক পাখির মত অনায়াসে তুমি

    গান গেয়ে জাগিয়ে তোল হাজার শ্রোতার হৃদয়

    শত ফুলের মতো স্নিগ্ধতায় তুমি

    বিকশিত কর সকল শ্রোতার আশা।

    চাঁদের মতো হাসি দিয়ে তুমি

    জ্যোত্স্না ছড়িয়ে দাও।

    সি আর আই তোমাকে ঘিরে আমাদের ভালোবাসা কথা বলে।

    তোমার সকল সুন্দর অনুষ্ঠান শুনে

    আমাদের কষ্টগুলো আনন্দে নেচে ওঠে।

    সি আর আই, তোমার সাতটি দিন সাতরঙে গাথা,

    রংধনুর ভালোবাসায়

    জড়িয়ে আছি সকল শ্রোতারা নিবিড়ভাবে।

    বিশাল সাগরের সহস্র ঢেউয়ের মতই তুমি

    যেন সাহসী সৈনিক।

    দুর্বার গতিতে ছুটে যাও সবার কাছে।

    সকল খবর জানিয়ে দাও তুমি দৃঢ় কন্ঠে।

    ভোরের শিশিরে ভেজা সবুজ ঘাসে

    হাজার মুক্তো মানিকের মতই তুমি জলজলে উজ্জ্বল।

    তাইতো তোমার সুধা পান করে

    আরো জানতে ইচ্ছে করে তোমাকে।

    সি আর আই তুমি, কথা ও সুরে মুখরিত কর চারিদিক

    বুকের গভীরে জাগিয়ে দাও প্রেরনা।

    দিকে দিকে তুমি ঝরনার ছন্দে

    সাজিয়ে তুলেছ সকল আসর।

    সকল শ্রোতারা এই তোমারই অনুরাগী।

    তোমার কথা শুনব বলেই।

    সকাল সন্ধা রেডিও নিয়ে বসে থাকি।

    তুমি প্রতিদিনের প্রতিটি অনুষ্ঠানের

    সুরের মাধুর্যে

    জেগে আছ চির বন্ধু হয়ে।

    চিরদিন থাকবে তুমি অজেয় অমর।

    ---বাংলাদেশের ঢাকার মিরপুরের তাছলিমা আক্তার লিমা। (লিলি)