দক্ষিণ কোরিয়ার ছিং ওয়া তায় প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র ছিউ হো-সিউন পয়লা আগষ্ট বলেন, দক্ষিণ কোরিয়ার সরকার সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জিম্মি সমস্যার সমাধানের নীতিতে অবিচল রয়েছে এবং বল প্রয়োগের মাধ্যমে আফগানিস্তানে অপহৃত জিম্মিদের উদ্ধারের বিরোধিতা করে।
ছিউন হো-সিউন বলেন, বর্তমানে দক্ষিণ কোরীয় সরকার আফগান সরকারসহ বিভিন্ন পদ্ধতিতে তালিবানের সঙ্গে পরোক্ষ যোগাযোগের পাশাপাশি সরাসরি যোগাযোগসহ বহুপক্ষীয় তত্পরতা চালাচ্ছে।
এদিন দক্ষিণ কোরিরয়ার পাঁচটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দক্ষিণ কোরীয় জিম্মি সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চাওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফরের কথা ঘোষণা করেছেন। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম রাষ্ট্রীয় পার্টির একজন মুখপাত্র বলেন, পাঁচটি প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ২ আগষ্ট যুক্তরাষ্ট্র সফর করার কথা। তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসিসহ মার্কিন রাজনৈতিক মহলের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করবেন। যুক্তরাষ্ট্র সফরকালে দক্ষিণ কোরীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জিম্মি সমস্যা সমাধানের জন্যে জাতিসংঘের মহাসচিব বান কিমুনের সঙ্গেও বৈঠক করবেন। (লিলি)
|