জর্ডানের ভোটারগণ ৩১ জুলাই থেকে সারা দেশের বিভিন্ন এলাকায় ভোট দিয়ে ৯৩টি শহরের মেয়র ও পৌর কমিটির সদস্যদের নির্বাচন শুরু করেছেন। এটা হচ্ছে ইতিহাসে জর্ডানের প্রথম সরাসরি শহর পর্যায়ের নির্বাচন।
সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ১৯ লাখ ভোটার ২ হাজার ৩২৫জন প্রার্থীর মধ্যে সরাসরিভাবে ৯৩টি শহরের ১ হাজার ২২জন নতুন মেয়র ও পৌর সদস্যদের নির্বাচন করবেন। নারী প্রার্থীর সংখ্যা ৩৬১জন। সংশোধিত পৌর নির্বাচন আইন অনুযায়ী, পৌর কমিটির ২২ শতাংশ হিসেব ২২১টি আসন নারী প্রার্থীদের জন্য।
এবারের সরাসরি নির্বাচনে রাজধানী আম্মান ছাড়া অংশ নিচ্ছে ৯৩টি শহর ।
জর্ডানের রাজা আব্দুল্লাহ দ্বিতীয় বিন হুসেন বলেছেন, পৌর নির্বাচন হচ্ছে জর্ডানে গণতন্ত্রীকায়ণের একটি অংশ।
নির্বাচনের প্রাথমিক ফলাফল ৩১ জুলাই মধ্যরাতে প্রকাশিত হয়েছে। আজ এক প্রেস ব্রিফিং-এর মাধ্যেমে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবার কথা।
(খোং চিয়াচিয়া)
|