চীনা গণ মুক্তি ফৌজের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী এবং সেনাবাহিনীর বীর ও আদর্শ ব্যক্তিদের প্রতিনিধিদের সমাবেশ ১ আগস্ট পেইচিংয়ের মহা গণ ভবনে অনুষ্ঠিত হয়েছে । চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের নেতা হু চিন থাও , উ পাং কোও ও ওয়েন চিয়া পাও প্রমূখ এ সমাবেশে উপস্থিত ছিলেন ।
চীনের প্রেসিডেন্ট ও সামরিক কমিশনের চেয়ারম্যান হু চিন থাও তার ভাষণে বলেন , চীনা গণ মুক্তি ফৌজের ৮০ বছর ছিল মনেপ্রাণে জনসেবার ৮০ বছর , জাতীয় স্বাধীনতা ও মর্যাদা এবং সমাজের উন্নয়ন ও প্রগতির জন্যে বীরত্বের সংগে সংগ্রামের ৮০ বছর এবং বিশ্ব শান্তি রক্ষা ও মানব জাতির অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার ৮০ বছর ।
হু চিন থাও বলেন , গত ৮০ বছরের অদম্য সংগ্রামে চীনা গণ মুক্তি ফৌজ নিজের শ্রেষ্ঠ বিপ্লবী ঐতিহ্য লালন পালন ও গঠন করেছে । এর মর্মকথা হলো : চীনা কমিউনিস্ট পার্টির পরিচালনা মেনে চলা , জনসাধারণের সেবা করা এবং সাহসের সংগে এবং নিপুণভাবে লড়াই চালানো ।
হু চিন থাও বলেন , নতুন ঐতিহাসিক সময়পর্বে বিজ্ঞানসম্মত উন্নয়নের মনোভাবকে প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনাবাহিনী গঠনকাজের গুরুত্বপূর্ণ পথনির্দশক নীতি হিসেবে গ্রহণ করতে হবে এবং উচ্চতর স্তর থেকে চীনের প্রতিরক্ষা ও সেনাবাহিনীর আধুনিকায়নকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ।
উল্লেখ্য যে , ১৯২৭ সালের ১ আগস্ট চীনা কমিউনিস্ট পার্টি মধ্য- দক্ষিণ চীনের চিয়াং সি প্রদেশের রাজধানী নান ছাংয়ে অভ্যুত্থান ঘটান । তখন থেকে চীনা কমিউনিস্ট পার্টির স্বাধীন নেতৃত্বাধীন বিপ্লবী সশস্ত্র শক্তির জন্ম হয় ।
|