চীনের গণ মুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান সম্মেলন ১ আগস্ট সকালে পেইচিং গণ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সকল বাহিনীর শ্রেষ্ঠ সৈনিকগণ অংশ নেন। চীনের কমিউনিষ্ট পার্টি ও জাতীয় নেতৃবৃন্দের মধ্যে হু চিন থাও, উ পাং কুও ও ওয়েন চিয়া পাও সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সম্মেলনে সভাপতিত্ব করেছেন। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনে ভাষণ দিয়েছেন।
১৯২৭ সালের পয়লা আগস্ট চীনের কমিউনিষ্ট পার্টি মধ্যদক্ষিণ চীনের চিয়াংসি প্রদেশের নানছাং শহরে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে। তারপর চীনের কমিউনিষ্ট পার্টি স্বাধীনভাবে তার নেতৃত্বে গণ মুক্তি ফৌজ গড়ে তোলা।
|