হামাসের নেতা, পদচ্যুত ফিলিস্তিনের জাতীয় যৌথ সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ৩০ জুলাই গাজায় বলেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমোদ আব্বাস নির্দিষ্ট সময়ের আগে জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান ও আইন প্রণয়ন সভার নির্বাচন আয়োজন করার আহ্বান অবৈধ।
হানিয়া বলেছেন, ফিলিস্তিনের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ের আগে নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হয়নি। কারণ নির্দিষ্ট সময়ের আগে নির্বাচন আয়োজনের আইনের ভিত্তি নাই এবং সুষ্ঠুভাবে চলবে না। তিনি বলেছেন, হামাস নির্বাচন ভয় করে না, তবে সঙ্গীর্ণ রাজনৈতিক স্বার্থের জন্য নির্দিষ্ট সময়ের আগে নির্বাচন আয়োজন গ্রহণ করবে না।
তিনি আবার জোর দিয়ে বলেছেন, বর্তমান ফিলিস্তিনের অভ্যন্তরীণ মতভেদ সমাধানের একমাত্র উপায় হচ্ছে পূর্বশর্তহীন সংলাপ চালানো।
(খোং চিয়াচিয়া)
|