 কোটেডিভার প্রেসিডেন্ট লরেন্ট গ্বাগ্বো ৩০ জুলাই মধ্য কোটেডিভার বুয়াক শহরে আনুষ্ঠানিকভাবে কোটেডিভারে সংঘর্ষরত দু'পক্ষকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া শুরু করেছেন।

এ দিন বুয়াকে অনুষ্ঠিত 'শান্তিপূর্ণ অগ্নি' অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছেন, কোডেটিভারের গৃহ-যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং শান্তি ফিরে এসেছে। কোডেটিভারের জনগণের উচিত যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক, ন্যায়-বিচার ও স্বচ্ছ নির্বাচনের প্রস্তুতি নেয়া। এর পাশা পাশি তিনি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী সোরো কিগ্বাফোরি গুইলামোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন।

এর পরে, গ্বাগ্বো ও সোরো প্রতিকী হিসেবে দুটো সাব-মেশিগান ধ্বংস করেছেন।
৫ বছর আগে কোটেডিভারে গৃহ-যুদ্ধ শুরু হওয়া পর, এটি উত্তরাঞ্চলে গ্বাগ্বোর প্রথম সফর।

দশটিরও বেশী দেশের শীর্ষ নেতৃবৃন্দগণ এ দিন 'শান্তিপূর্ণ অগ্নি' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(খোং চিয়া চিয়া)
|