v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-31 18:19:07    
আমি নিয়মিত সি আর আই বাংলা অনুষ্ঠান শুনে থাকি

cri
    দিনাজপুর জেলার শ্রোতা তাজুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। কিন্তু ব্যস্ততার কারনে নিয়মিত চিঠি লেখা হয়নি। তাই কিছুটা সময় করে এই লেখা। আপনারা সবই ভাল আছেন তো? আপনাদের বাংলা অনুষ্ঠান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনের মানও আগের চেয়ে উন্নত হয়েছে। আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হল, মুখোমুখি, মিতালী, চীনা ভাষা শিখা এবং চলুন বেড়িয়ে আসি। মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যেমে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। মিতালী অনুষ্ঠানের মাধ্যমে আমি সি আর আই সম্পর্কে শ্রোতাদের মতামত ও পরামর্শ শুনতে পেরেছি। চীনা ভাষা শিখার অনুষ্ঠানের মাধ্যমে আমি ক্লাসে না গিয়ে চীনা ভাষা শিখতে পারি। চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানের মাধ্যমে আমি চীনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পারি। কি চমত্কার অনুষ্ঠান! শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এত মন দিয়ে শোনার জন্য। আমরা ভালভাবে জানি, আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করা উচিত। অবশ্যই এই অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের আন্তরিক সহযোগিতা খুব প্রয়োজন। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনু্ষ্ঠান শুনবেন। কোন মতামত ও পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে চিঠি লিখে জানাবেন। আমাদের মুখোমু্খি অনু্ষ্ঠানে প্রশ্নের উত্তর দেয়া হয়।

    নীলফামারী জেলার শ্রোতা ধনপতি রায় সাখী তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । গত দশ বছর ধরে আমি সি আর আই প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার ভাল লাগে। আমি লক্ষ্য করেছি. প্রত্যেক বছর আপনাদের অনুষ্ঠানে কিছু না কিছু পরিবর্তন ঘটে। এটা সত্যিই একটি প্রশংসনীয় ব্যাপার। এ সব অনুষ্ঠানের মধ্যে মুখোমুখি আমার কাছে সবচেয়ে প্রিয়। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক জ্ঞান পেয়েছি। চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। কিন্তু এই অনুষ্ঠান প্রসঙ্গে আমার একটি প্রস্তাব আছে। মুখোমুখি অনুষ্ঠানে আরও বেশী প্রশ্নের উত্তর দেয়া হলে ভাল হত। শ্রোতা বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠান প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মুখোমুখি প্রসঙ্গে আপনার প্রস্তাবও আমরা বিবেচনা করবো। এই অনুষ্ঠানে আরও বেশী শ্রোতার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করি, নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত বা পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন । আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আমরা আগে থেকে ধন্যবাদ জানাচ্ছি।

    খুললা জেলার শ্রোতা হারুন অর রশিদ তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন কলেজের ছাত্র। ইতোমধ্যে আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। পড়াশুনায় ব্যস্ত থাকলেও আমি আপনাদের অনুষ্ঠান শুনতে মিস করি না। কারণ আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলো থেকে শুধু আন্তর্জাতিক খবর শুনতে পারি তাই নয় চীন সম্পর্কে অনেক জ্ঞাও জেনে ফলেছি। সুতরাং মুখোমুখি আমার অন্যতম প্রিয় অনুষ্ঠান। তা ছাড়া, আমি প্রত্যেক শনিবারের মিতালীও পছন্দ করি। যদি আপনাদের অনুষ্ঠানে আরও বেশী খেলার খবর থাকে তাহলে আরও ভাল হত। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠিপত্র পেয়ে থাকি। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। আসলে শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি অসম্ভব। তাই আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। যাতে আমাদের অনুষ্ঠান আরও উন্নত হয়।

    বগুড়া জেলার শ্রোতা আহসানুল করিম রানা তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই আমার প্রিয় বেতার। আমি নিয়মিত সি আর আই বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আপনার বাংলা অনুষ্ঠান আমার কাছে খুব মজা লাগে। আমি নিয়মিত আপনাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখি। আশা করি আমার সব চিঠিপত্র পেয়েছেন। শ্রোতা বন্ধু , ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। অনেক সুন্দর সুন্দর চিঠি লিখেছেন। ঠিচি লেখার জন্য ধন্যবাদ। আশা করি আগের মত ভবিষ্যতেও আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনার মতো ভক্ত শ্রোতার আন্তরিক সহযোগিতা দরকার।

    চুয়াডাংগা জেলার শ্রোতা মো: জাহিদুল হক তাঁর চিঠিতে লিখেছেন, আমার শখ হল রেকডিও শোনা। প্রায় দশ বছর আগে আমি সি আর আইএর অনুষ্ঠান শুনতে শুরু করি। আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমার বন্ধুরাও সি আর আইএর প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনেন। মাঝে মাঝে আমরা এক সঙ্গে বসে আপনাদের অনুষ্ঠান শুনি। আমাদের ক্লাবে এখন বিশ জনেরও বেশী সদস্য আছে। আমাদের মধ্যে মাঝে মাঝে আপনাদের প্রচারিত অনুষ্ঠান নিয়ে আলোচনাও হয়। এখন আপনাদের অনুষ্ঠান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। অনুষ্ঠানের বিষয়বস্তুও আগের চেয়ে বিচিত্রময়। আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল প্রত্যেক শনিবারের বিশেষ অনুষ্ঠান---মিতালী। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নিয়মিত শ্রোতাদের মন্তব্য শুনতে পারি। আমার বিশ্বাস সি আর আরই বাংলা অনুষ্ঠান ভবিষ্যতে আরও সুন্দর হবে। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য।আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনার আন্তরিক সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনার মত শ্রোতা খুবই দরকার। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি অসম্ভব।

    খুলনা জেলার শ্রোতা জামান সিদ্দিকি তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। সম্প্রতি আমাদের গ্রামে একটি শ্রোতা সংঘ গঠিত হয়েছে। সদস্যের মোট সংখ্যা ১৫জন। সদস্যদের মধ্যে বেশির ভাগ হল স্কুলের ছাত্র-ছাত্রী। আমি এই ক্লাবের সভাপতি। আমরা এক সপ্তাহে এক বার করে সবই এক সঙ্গে সি আর আই বাংলা অনুষ্ঠান শুনি। এখন নতুন শ্রোতাদের সি আর আই বাংলা অনুষ্ঠান শোনার আগ্রহ বেড়েছে। আশি করি আমাদের ক্লাবের সদস্যের সংখ্যা আরও বাড়বে। সবাই আমি তুমি সে পত্রিকা চায়। তাই , দয়া করে ২০ পিস আমি তুমি সে পত্রিকা পাঠাবেন। তাহলে খুব খুশী হব। তা ছাড়া, আমাদের হাতে সবর্শেষ অনুষ্ঠানসূচী নেই, পাঠালে খুশী হব। শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আমরা শীঘ্রই আমি তুমি সে পত্রিকা এবং নতুন অনুষ্ঠানসূচী আপনাদের কাছে পাঠাবো। আমাদের বিশ্বাস আপনার চেষ্টায় ক্লাবের সদস্য সংখ্যা আরও বাড়বে। শ্রোতা সংঘরা চীন ও বাংলাদের জনগণের মধ্যে মৈত্রী সেতু হিসেবে ভূমিকা পালন করেছে। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার।