v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-30 20:18:48    
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অব্যাহতভাবে গণ মাধ্যমগুলোকে দেয় সেবা পুর্ণাংগ করছে

cri
    এবারের 'বৈশিষ্ট্যপূর্ণ ও উচ্চ পর্যায়ের' অলিম্পিক গেমস আয়োজন হল চীন ও পেইচিংয়ের প্রতিশ্রুতি। এ প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে গণ মাধ্যমগুলোর সেবার ওপর চীন সরকার ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি বিশেষভাবে গুরুত্ব দেয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্কে কিছু কথা বলবো।

    বর্তমানে পেইচিং আলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের দুঃসময় কাটিয়ে উঠছে। স্টেডিয়াম নির্মাণ এবং অলিম্পিক গেমস প্রতিযোগিতার সংগঠনিক ও পরিচালনা ছাড়াও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অব্যাহতভাবে গণ মাধ্যমগুলোর সেবার মানের উন্নয়ন করছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি আন্তরিকতা ও সখ্যের নীতিতে গণ মাধ্যমগুলোর জন্য উত্কৃষ্ট ও সুবিধাজনক সেবা সরবরাহের চেষ্টা করছে।

    পেইচিং অলিম্পিক গেমসের শতকরা ৯৫ ভাগই চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলের। পেইচিং অলিম্পিক গেমসের সময় এসব সাংবাদিকদেরকে আরো সুষ্ঠুভাবেও সুবিধাজনকভাবে সাক্ষাতকার গ্রহণের জন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি সম্প্রতি পেইচিং অলিম্পিক গেমস ও প্রস্তুতির সময় গণ মাধ্যমগুলোকে আরো সুষ্ঠুভাবে কাজ করার জন্য সরাসরি ও সুবিধাজনক সেবার ব্যবস্থা নিয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির গণ মাধ্যম পরিচালনা বিভাগের পরিচালক সুন ওয়েচিয়া বলেছেন, 'আমরা গণ মাধ্যমগুলোকেদেয় সুষ্ঠু সেবা সরবরাহের নীতিতে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সঙ্গে সমোঝতার মাধ্যমে চীন সরকার ও পেইচিং শহরের সংশ্লিষ্ট সংস্থাগুলো গণ মাধ্যমগুলোকে সরাসরি ও সুবিধাজনক সেবা প্রদানের ব্যবস্থা নেবে। এ ধরণের সেবা ব্যবস্থায় সারা বিশ্বের গণ মাধ্যমগুলোকে প্রতি দিন ২৪ ঘন্টা বহুমুখী সেবা সরবরাহ করা হবে।'

    পেইচিং অলিম্পিক গেমসের তথ্য কেন্দ্রের পাঁচ তলায় সেবা কেন্দ্রে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়, গণ নিরাপত্তা মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয়, শুল্ক বিভাগ, চায়না ব্যাংক ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটিসহ ২৯টি সংস্থার সেবা কেন্দ্র রয়েছে। এসব সংস্থার যৌথ ব্যবস্থা গণ মাধ্যমগুলোকে সরাসরি ও সুবিধাজনক সেবা সরবরাহ করতে সক্ষম হবে। বিদেশী সাংবাদিক এখানে দ্রুত ও সুবিধাজনকভাবে বিভিন্ন আবেদন অনুমোদন ও সেবা সরবরাহ প্রদান করা হবে। এধরণের সরাসরি ও সুবিধাজনক সেবা অলিম্পিক গেমসের ইতিহাসে এই প্রথম এবং এটি হল পেইচিং অলিম্পিক গেমসের গণ মাধ্যমগুলোর সেবার ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ নবায়ন ও উদ্ভাবন।

    এছাড়া, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি সম্প্রতি 'পেইচিং অলিম্পিক গেমস ও প্রস্তুতি কালীন বিদেশী সাংবাদিকদের সাক্ষাত্কার নেয়ার সুবিধার জন্য তথ্য সরবরাহ সংক্রান্ত পুস্তক', 'পেইচিং অলিম্পিক গেমস ও প্রস্ততি কালীন হংকং ও ম্যাকাও'র সাংবাদিকদের সাক্ষাত্কার নেয়ার সুবিধার জন্য তথ্য সরবরাহ সংক্রান্ত পুস্তক' ও 'পেইচিং অলিম্পিক গেমস ও প্রস্ততি কালীন তাইওয়ানের সাংবাদিকদের সাক্ষাত্কার নেয়ার সুবিধার জন্য তথ্য সরবরাহ সংক্রান্ত পুস্তক' প্রকাশ করেছে। এ সম্পর্কে পরিচালক সুন ওয়েচিয়া বলেছেন, 'পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির এ তিনটি পুস্তক প্রকাশের লক্ষ্য হল বিদেশীসহ, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের সাংবাদিকদের পেইচিং অলিম্পিক গেমসের সময় সাক্ষাত্কার নেয়া সংক্রান্ত বিভিন্ন আইন ও নীতির কথা বর্ণনা করা।'

    পরিচালক সুন বলেছেন, এসব পুস্তকে গণ মাধ্যমগুলোর অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দশ ধরণের বিষয় তুলে ধরা হয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি সাংবাদিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট নিয়ম বর্ণনা করে এবং তাদের চাহিদা অনুযায়ী প্রতি ব্যবস্থাই বিস্তারিতভাবে তুলে ধরেছে।

    চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ান এবং বিদেশী গণ মাধ্যমগুলোকে সুবিধাজনক সেবা সরবরাহের পাশাপাশি, চীনের অভ্যন্তরভাগের গণ মাধ্যমগুলোকে অলিম্পিক গেমসে সাক্ষত্কার নেয়ার সুষ্ঠু সেবাও দেয়া হবে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির অব্যাহত চেষ্টায় আন্তর্জতিক অলিম্পিক কমিটি চীনের আভ্যন্তরভাগের সাংবাদিকের সংখ্যা ২শো থেকে ৫শোতে বাড়িয়েছে।

    পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি গণ মাধ্যমগুলোকে সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করছে। প্রায় ২.৭লাখ বর্গ কিলোমিটার পেইচিং অলিম্পিক গেমসের তথ্য কেন্দ্র এ বছরের মধ্য নির্মিত হবে। সারা বিশ্বের বিভিন্ন গণ মাধ্যম এখানে যাতে অবাধে কাজ করতে পারে, সেজন্য পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি অনেক ব্যবস্থা নিয়েছে। পরিচালক সুন বলেছেন, 'আমরা তথ্য কেন্দ্রটি এক হাজার সাংবাদিক যাতে একসাথে কাজ করতে পারে সে ভাবে নির্মাণ করতে চাই। আমাদের উচিত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সূক্ষ্মাভাবে বিবেচনা করা। আমরা সব সূক্ষ্মা বিষয়ের ওপর গুরুত্ব দেই। আসলে অলিম্পিক গেমসের সংশ্লিষ্ট বিভিন্ন কাজ হল জটিল ও সূক্ষ্মা কাজ। আমরা অলিম্পিক গেমসে সর্বোচ্চ বিষয়ের সেবা সরবরাহ করে আমাদের লক্ষ্য বাস্তবায়ন করবো।'

    ২০০৭ সাল হল পেইচিং অলিম্পিক গেমস প্রস্তুতির মূল বছর। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির গণ মাধ্যমকে দেয় সেবা সংক্রান্ত কাজ এ বছরের মধ্যেই শেষ করা হবে। পাশাপাশি, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি নিজের প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ের ব্যবস্থা নির্মাণ করবে, আন্তরিক এবং সুষ্ঠু সেবা সরবরাহ করবে ও অলিম্পিক গেমসের প্রস্তুতি এবং আয়োজনের সময়ে সুষ্ঠুভাবে গণ মাধ্যমগুলোকে অভ্যর্থনা জানাবে।