ব্রিটেনের ফিনানশিয়াল টাইমস পত্রিকার ৩০ জুলাইয়ের খবরে প্রকাশ , ন্যাটোর মহাসচিব জ্যাপ দি হোপ শেফার সম্প্রতি এ পত্রিকাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন , ন্যাটোর নেতৃত্বাধীন আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তাকারী বাহিনী ক্ষুদ্র বোমা দিয়ে তালিবান জংগীদের মোকাবিলা করবে , যাতে নিরীহ অধিবাসীদের প্রাণহানি কমিয়ে আনা যায় ।
তিনি বলেছেন , ন্যাটো বাহিনী ও তালিবান জংগীদের তুমূল সংঘর্ষে নিরীহ আফগান নাগরিকদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে । এতে ন্যাটোর সুনাম ক্ষুণ্ণ হয়েছে । আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ডান ম্যাকনীল তার বাহিনীকে নিরীহ নাগরিকরা হতাহত হতে পারে , এমন অবস্থায় তালিবান জংগীদের উপর আক্রমণ থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন ।
|