বিশেষভাবে স্বাস্থ্যগত সমস্যা গবেষণা , পরিসেবা দান ও পরিচালনার কাজে নিয়োজিত একটি সেসরকারী সামাজিক সংগঠন - " চুং হো উপস্বাস্থ্য পরিসেবা কেন্দ্র" গত রবিবার পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে ।
এ কেন্দ্র চীনা ঐতিহ্যিক চিকিত্সা পদ্ধতিতে জীবন ধারণ , আরোগ্য ও স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত ধারণা প্রচার করে সমাজে ব্যাপকভাবে বিরাজমান স্বাস্থ্যগত সমস্যায় হস্তক্ষেপ করবে এবং চীনের স্বাস্থ্যগত পরীক্ষা , হস্তক্ষেপ ও পরিচালনার ব্যবস্থা গড়ে তোলার জন্যে প্রচেষ্টা চালাবে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরীপ থেকে জানা গেছে , সকল জনতার মধ্যে পুরোপুরি স্বাস্থ্যবানদের সংখ্যা মাত্র ৫ শতাংশ । কেবল ২০ শতাংশ লোক অসুস্থ বলে সাব্যস্ত হয়ে থাকে । বাকী ৭৫ শতাংশ লোক স্বাস্থ্যগত সমস্যায় নিপতিত । চীনের সংশ্লিষ্ট বিভাগের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনের ৭০ শতাংশ লোক স্বাস্থ্যগত সমস্যার মধ্যে রয়েছেন ।
|