v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-30 18:55:05    
চীন কৃষি পণ্যের গুনগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা চালাচ্ছে

cri
     সম্প্রতি চীনের কৃষি মন্ত্রণালয় ও গুনগতমান তত্তাবধান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন কৃষিজাত পণ্যের গুনগতমান উন্নত করা এবং রপ্তানি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীন অনেক ব্যবস্থা নিয়েছে । একই সময় চীন ই ইউ ও জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ।

    চীনের কৃষি মন্ত্রণালয়ের অর্থনীতিবিদ মাদাম চান ইয়ু সিয়ান সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , চীন ইতোমধ্যে কৃষি ক্ষেত্র থেকে বাজার পর্যন্ত কৃষিজাত পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে । চীনের কৃষিজাত পণ্যগুলো মোটের উপর বলতে গেলে নিরাপদ । তবু তিনি স্বীকার করেছেন যে চীনের কিছু শহর ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিকটবর্তী অঞ্চলে উত্পন্ন কিছু কৃষি পণ্যের দুষণ সমস্যা আছে । চীন এ ক্ষেত্রে পরীক্ষা ও তত্তাবধানের কাজ জোরদার করবে । তিনি বলেছেন , পরবর্তীকালে আমরা তথ্য সরবরাহের কাজ আরো জোরদার করব , যাতে কৃষিপণ্যের গুনগত মান এবং কেনাবেচার তথ্য সময়মত ও নির্ভুলভাবে পাঠানো যায় । এর পাশাপাশি কৃষি পণ্যের গুণগত মান তত্তাবধান ব্যবস্থা এবং বাজারে প্রবেশকারী কৃষি পণ্যের গুণগত মান পরীক্ষার ব্যবস্থা আরো কঠোর হবে। তিনি বলেছেন , অল্প কিছু অঞ্চলে আইন লংঘন করে কৃষি উত্পাদনে রাসায়নিক ওষুধ ব্যবহার করা হয়। পরবর্তীকারে চীন সরকার কৃষি পণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত অভিযান চালাবে এবং কীটনাশক ওষুধ , পশুর ওষুদ ও রাসায়নিক পদার্থ ব্যবহারের বেআইনী তত্পরতার উপর আঘাত হানবে । কৃষিপণ্যের উপর কৃষি ক্ষেত্র থেকে বাজারে উঠা পর্যন্ত গোটা প্রক্রিয়ার নিয়ন্ত্রণ ও তত্তাবধান ব্যবস্থা নেয়া হবে ।

    চীনের পণ্যের গুনগতমান তত্তাবধান বিভাগ জাপান ও ই ইউর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে । চীনের জাতীয় গুণগত মান তত্তাবধান ও সঙ্গ নিরোধ ব্যুরোর প্রধান লি ছিয়ান চিয়ান বলেছেন , আমরা ই ইউর সংশ্লিষ্ট বিভাগে সঙ্গে একাধিক সহযোগিতা কর্মসূচী নিয়েছি । যেমন দুপক্ষের মধ্যে খাদ্যদ্রব্যের নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত সহযোগিতা চুক্তি ও বেআইনীভাবে খাদ্য দ্রব্য আমদানি বিরোধী চুক্তি স্বাক্ষর হয়েছে ।

    ই ইউর ভোক্তার স্বার্থ রক্ষা বিষয়ক সদস্য মাদাম মেগলেনা কুনেভা লি ছিয়ান চিয়ানের সঙ্গে বৈঠকের পর বলেছেন, ই ইউ চীনের প্রথম রপ্তানি বাজার ও বাণিজ্যিক অংশীদার । বাজার ও পণ্যের উপর ভোক্তাদের আস্থা বাড়ানো ই ইউ ও চীনের অভিন্ন স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ ।

    বর্তমানে চীন ও জাপানের সঙ্গে কৃষি পণ্যের নিরাপত্তা নিশ্চিত ক্ষেত্রের সহযোগিতায়ও অগ্রগতি হয়েছে । কিছু দিন আগে চীনের খড়ের জাব আবার জাপানে আর জাপানের চাল প্রথমবারের মতো চীনে রপ্তানি শুরু হয়েছে । সম্প্রতি জাপানের স্বাস্থ্য , শ্রম ও কল্যাণ মণ্ত্রণালয়ের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে , চীন থেকে আমদানি খাদ্যদ্রব্যের ৯৯.৪২ শতাংশের গুণগত মানই ভালো । জাপানের জলজ পণ্য মন্ত্রী নরিহিকো আকাগি জাপান ও চীনের সহযোগিতা সম্পর্কে বলেছেন , দুপক্ষই মনে করে তথ্য বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । নিজ দেশের নাগরিকদের নিরাপদ খাদ্য সরবরাহ আমাদের দায়িত্ব । এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা মিলিতভাবে কৃষিপণ্যের নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নেব । দুদেশের মধ্যে তথ্য বিনিময় ব্যবস্থা , বিশেষ করে দুদেশের বিশেষজ্ঞদের মধ্যে তথ্য বিনিময়ের ব্যবস্থা প্রতিষ্ঠা একান্ত প্রয়োজন । ( ফোং সিউ ছিয়েন )