v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-30 18:37:43    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৭/৩০

cri
    এখন পৃথিবীতে অনেক দেশের ছাত্রছাত্রী চীনা ভাষা শেখার উপর গভীর আগ্রহ দেখাচ্ছে। ৩০ জুলাই বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু আপনাদেরকে কেনিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের চীনা ভাষা প্রতিযোগিতা সম্পর্কে কিছু তথ্য দেবেন।

    কাজাখ জাতির গায়িকা মায়লা চীনের সিনচিয়াংয়ের একটি সুরকার পরিবারে জন্মগ্রহণ করেন। সদ্যসমাপ্ত "পেইচিংয়ে সম্মিলন" নামক সাংস্কৃতিক সম্মিলনীতে প্রায় ২০টি দেশ ও অঞ্চল থেকে আসা শিল্পীরা অংশ নিয়েছেন। গায়িকা মায়লার গাওয়া গানগুলো দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। তিনি কেবল চীনের লোকসংগীত ভালো গাইতে পারেন তা নয়, বরং কয়েকটি বিদেশী ভাষায় বিশ্বের নামকরা অপেরাগুলোও গাইতে পারেন। এটা কিন্তু সহজ কাজ নয়। ৩১ জুলাই সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং গায়িকা মায়লার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবেন।

    ১ আগস্ট চীনা গণ মুক্তি ফৌজের ৮০তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে ১ আগস্ট সমাজ দর্পন আসরে শি চিং উ আপনাদেরকে চীনা গণ মুক্তি ফৌজের সবুজ সামরিক শিবিরে নিয়ে যাবেন এবং ফান তা ছুয়ান নামক একজন চীনা সৈনিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সেখানে আপনারা চীনা সৈনিকদের সাধারণ জীবন সম্পর্কে কিছু ধারণা পেতে পারবেন।

    গত কয়েক বছরে তিব্বতের পশুপালকদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। তাঁরা পাহাড়ী অঞ্চলে বসবাস করেন। কিন্তু সরকারের সাহায্য ও নিজেদের প্রচেষ্টার মাধ্যমে চিরস্থায়ী থাকার জন্য তাদের সুষ্ঠুভাবে পুনর্বাসন করা হয়েছে। পশুপালকদের বিদ্যুত ও কলের পানি সরবরাহ করার ক্ষেত্রে গত বছর সরকার অর্থ বরাদ্দ করেছে। এখন পশুপালকদের আবাসিক এলাকায় বিদ্যুত ও কলের পানি সরবরাহ করা হচ্ছে। ১ আগস্ট ওরা অনন্য আসরে চীনের একটি সাধারণ তিব্বতী পরিবারে গিয়ে তাঁদের জীবনধারা সম্পর্কে আপনারা জানতে পারবেন।

    ২০০৬ সালের ১ জুলাই সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সর্বোচ্চ ও দীর্ঘতম রেলপথ --- ছিংহাই তিব্বত রেলপথ পুরোপুরি চালু হয়েছে। এতে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে রেলপথ না থাকার ইতিহাসের অবসান হয়েছে। গত এক বছর ছিংহাই তিব্বত রেলপথ যুগান্তকারী তাত্পর্যসম্পন্ন পরিবহন পথ হিসেবে বলিষ্ঠভাবে তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করেছে এবং তুষার মালভূমিতে নতুন প্রাণশক্তি যুগিয়েছে। ২ আগস্ট অর্থনীতির অগ্রযাত্রা আসরে ছিংহাই তিব্বত রেলপথ চালু হওয়ার পর তিব্বতের অর্থনীতিতে সৃষ্ট পরিবর্তন নিয়ে আলোচনা হবে।

    বর্তমানে চীনের কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে তাদের মানসিক চাহিদাও বেড়েই চলেছে। এখন দেয়াল-চিত্র দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের চান ই জেলার গ্রামীণ সংস্কৃতির একটি লক্ষণীয় বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। চান ই জেলার লৌ চিয়া শান গ্রামের প্রতিটি বাড়ির বাইরের দেয়ালে দেয়ালে আঁকা রয়েছে গ্রামীণ জীবনভিত্তিক নানা ধরণের সুন্দর সুন্দর ছবি। কোন কোন চিত্রে আঁকা রয়েছে মনোরম নিঃসর্গ। কোন কোন চিত্রে কৃষকদের চাষাবাদের ব্যস্ততম দৃশ্য তুলে ধরা হয়েছে। দেয়াল-চিত্রগুলো কৃষকদের বাড়ি সাজানোর পাশাপাশি জ্ঞান ও সভ্যতার কথা বলছে। চাই চাও সিউ নামে গ্রামের একজন চিত্রকর তা এঁকেছেন। ৩ আগস্ট সেই গ্রাম এই জীবন আসরে শি চিং উ গ্রামীণ দেয়াল-চিত্র সম্পর্কে আপনাদের এক বিশেষ প্রতিবেদন পড়ে শোনাবেন।

    ৩ আগস্ট কন্যা জায়া জননী আসরে উত্তর চীনের একজন গ্রামীণ নারী চু চান সিয়াংয়ের পরিচয় দেয়া হবে। গত ২৯ বছরে চু চান সিয়াং পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে গাছ লাগিয় বন তৈরি করে আসছেন। তাদের প্রচেষ্টায় বিরান পাহাড় সবুজ পাহাড়ে পরিণত হয়েছে।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।