চীনের জাতীয় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ব্যুরোর ৩০ জুলাই প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত, চীনের বৈদেশিক ঋণের স্থিতি হল ৩৩১.৫ বিলিয়ন মার্কিন ডলার ( এ স্তিতি হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল ও তাইওয়ান এলাকা ছাড়া)। যা গত বছরের একই সময়ের চেয়ে ২.৬৫ শতাংশ বেশী।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত, চীনের বৈদেশিক ঋণের স্থিতি গত বছরের শেষ নাগাদের চেয়ে ৮.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশী।
যদি একটি দেশের বৈদেশিক ঋণের মাত্রা খুব বেশি অথবা গঠন কাঠামো অসামনজস্য হয়, তাহলে বৈদেশিক ঋণ ফেরত দেয়ার সময় অভাবসহ বিভিন্ন সংকট দেখা দিতে পারে। ব্যবস্থা ও নিরুপন অনুযায়ী, চীনের বৈদেশিক ঋণের সতর্কমূলক লক্ষ্যমাত্রা আন্তর্জাতিক মানদণ্ড নিরাপত্তা লাইনের নিচে রয়েছে।
(খোং চিয়া চিয়া)
|