আবহাওয়ার পূর্বাভাষ বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি চীনের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টি হবে। পাশাপাশি কিছু অঞ্চলের খরা অবস্থা হবে খুব গুরুতর। চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধের কাজ পরিচালনা সংক্রান্ত সদর দপ্তর সংশ্লিষ্ট বিভাগগুলোকে কার্যকরভাবে বন্যা ও খরা প্রতিরোধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে।
খবরে জানা গেছে, জাতীয় বন্যা ও খরা প্রতিরোধের কাজ পরিচালনা সংক্রান্ত সদর দপ্তর এবং অর্থ ও কৃষি মন্ত্রণালয় বন্যা ও খরা প্রতিরোধের কাজ পরিচালনার জন্যে তিনটি কর্ম-গ্রুপ পাঠিয়েছে।
২৯ জুলাই পর্যন্ত সারা দেশে বন্যার কারণে মোট ১০ কোটিরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৫২ জন নিহত হয়েছে। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান ৫০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি'র বেশী। সারা দেশে মোট ৫৮ লাখ লোক খরার কারণে পানীয় জল ক্ষেত্রে অস্থায়ী অসুবিধার সম্মুখীন।
তা ছাড়া, চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধের কাজ পরিচালনা সংক্রান্ত সদর দপ্তর ২৯ জুলাই রাতে প্রকাশিত একটি তথ্যে বলেছে, চীনের তৃতীয় বড় নদী হাউয়ে নদী বিশ দিনেরও বেশী সময় ধরে পানির বিপদসীমা ছাড়িয়ে গেছে। বেড়ি বাঁধের কিছু অংশ দীর্ঘ সময় ধরে পানির নীচে ডুবে আছে। এর ফলে বিপদের আশংকা বেড়ে গেছে। বর্তমানে হাউয়ে নদীর তীরবর্তী হোনান, আনহুই, চিয়াংসু এ তিনটি প্রদেশের মোট ২ লাখ লোক হাউয়ে নদীর বেড়ি বাঁধ তত্ত্বাবধান করছেন। (লিলি)
|