v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-30 18:22:23    
২৪ –৩০ জুলাই, ২০০৭

cri
** ভারত ব্যতিক্রম, অন্য কোনো দেশের সঙ্গে পরমাণু চুক্তি নয়

    যুক্তরাষ্ট্র বুশ প্রশাসন ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিকে 'ব্যতিক্রম' উলেখ করে মিত্র দেশ পাকিস্তানসহ অন্য কোনো দেশের সঙ্গে অনুরূপ অসামরিক পরমাণু চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে এবং জোর দিয়ে বলেছে, অস্ত্র বিস্তার বিষয়ে পরমাণু অস্ত্র সরবরাহকারী গ্রুপের কঠোর বিধিনিষেধ অন্যান্য দেশকে নয়াদিলির মতো সুবিধাপ্রাপ্তি থেকে বিরত রাখবে।

    পিটিআই জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস ভারতীয় অসামরিক পারমাণবিক উদ্যোগের বিষয়ে ব্রিফ্রিংকালে বলেন, 'ইতিমধ্যে এ বিষয়ে যথেষ্ট জটিলতা তৈরি হয়েছে। আমি আপনাদের আম্বস্ত করতে পারি যে, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে অনুরূপ কোনো চুক্তি করতে যাচ্ছে না। আমরা সর্বদা ভারতকে ব্যতিক্রম হিসেবে দেখে থাকি।'(ভোরের কাগজ)

** ফের হামলার আশঙ্কায় মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২৭ জুলাই লাল মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ ১৪ জন নিহত হওয়ার পর আবারও একই ধরনের হামলার আশঙ্কা করছে সরকার। এ কারণে গত শনিবার রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য লাল মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে।

    ইসলামি শিক্ষার্থীরা ২৭ জুলাই আবার মসজিদের নিয়ন্ত্রণ নেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই ঘটনার পর এক আত্মঘাতী হামলাকারী পুলিশের একটি দলের ভেতরে গিয়ে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। কর্তৃপক্ষ ওই ঘটনার তদন্ত চালাচ্ছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জাভেদ চিমা বলেন, 'ওই ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে একটি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে।' তিনি জানান, আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। জাভেদ চিমা আরও বলেন, মসজিদকে কেন্দ্র করে আবারও আত্মঘাতী হামলার আশঙ্কা রয়েছে। এ কারণে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। (প্রথম আলো)

** শ্রীলংকায় চতুর্থ বারের মতো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

    শ্রীলংকায় গত ৩০ দিনের মধ্যে দ্বিতীয় এবং দুই মাসের মধ্যে চতুর্থবারের মতো জ্বালানি তেলের খুচরা মূল্য বাড়ানো হয়েছে।

    শ্রীলংকার জ্বালানি মন্ত্রী এ এইচ এম ফায়েজ বলেন, ২৮ জুলাই মধ্যরাত থেকে জ্বালানির বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। পেট্রোল এবং ডিজেলের মূল্য ৫ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৭ রুপী এবং ৭৫ রুপী করা হয়েছে।

    ফায়েজ বলেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের মূল্য বেড়ে এখন প্রতি ব্যারেল ৭৭ মার্কিন ডলারে উঠেছে। শ্রীলংকা চাহিদা অনুযায়ী অশোধিত তেল আমদানিতে ২০০৬ সালে ২শ'২০ কোটি ডলার ব্যয় করেছে, যা ২০০৫ সালে ছিল ১শ'৬০ কোটি ডলার। (দৈনিক ইত্তেফাক)