সোমালিয়ার রাজধানী মোগাদিসু শহরে ২৯ জুলাই ধারাবাহিক হামলা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।
খবরে জানা গেছে, এ শহরের দক্ষিণাঞ্চলের একটি বাজারে এদিন প্রায় একই সময় সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন নিরীহ লোক নিহত এবং ৫ জন আহত হয়েছে। এ বাজারে সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক নিরাপত্তা অভিযান শেষ হওয়ার এক সপ্তাহ পরই এ হামলা ঘটল।
এদিন দুপুরে একজন লোক এ শহরের উত্তরাঞ্চলে টহলদাসরত পুলিশর উপর হামলা চালিয়ে দু'জন পুলিশকে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল ঘীরে ফেলে এবং সন্দেহজনক কয়েক জনকে আটক করে। তা ছাড়া, একজন চালক তল্লাসী চালাতে বাধা দেয়ায় পুলিশ তাকে হত্যা করেছে। (লিলি)
|