২৯ জুলাই চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথমার্ধে চীনের ইলেকট্রনিক তথ্য শিল্পের আয় ২ ট্রিলিয়ান ইউয়ানেরও বেশি, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৮ শতাংশেরও বেশি ।
পরিসংখ্যান থেকে জানা গেছে, ইলেকট্রনিক তথ্য শিল্পের আয়ের মধ্যে প্রধানত: নির্মাণ শিল্পেই । এর আয় ১.৯ ট্রিলিয়ান ইউয়ান । তাছাড়া, সফ্টওয়্যার শিল্পের আয় দ্রুতভাবে বাড়ছে । যা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ২০ শতাংশেরও বেশি ।
(ছাও ইয়ান হুয়া)
|