আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ২৯ জুলাই প্রেসিডেন্ট ভবনে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত বাইক জোং-ছুনের সঙ্গে এক ঘন্টাব্যাপী বৈঠক করেছেন। তাঁরা দক্ষিণ কোরিয়ার জিম্মী সমস্যার সমাধান প্রসঙ্গে আলোচনা করেছেন।
২৭ জুলাই কাবুলে পৌঁছার পর এটি ছিল আফগানিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বাইক জোং-ছুনের প্রথম সাক্ষাত্। আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনের একজন কর্মকর্তা ২৯ জুলাই বলেন, বাইক জোং-ছুন আফগানিস্তানকে দক্ষিণ কোরীয় জিম্মীদের নিরাপত্তার উপর অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন।
আফগান সরকার এবং তালিবান সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরীয় জিম্মী সম্পর্কিত আলোচনা ২৯ জুলাইও চলছে। এ পর্যন্ত কোনো অগ্রগতি অর্জিত হয়নি। (লিলি)
|