এ বছর চীনের কেন্দ্রীয় সরকার কৃষির বুনিয়াদী ব্যবস্থার নির্মাণে ১০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের গ্রামীণ অর্থনীতি বিষয়ক বিভাগের উপ-মহাপরিচালক হু হেংইয়াং সম্প্রতি থিয়েনচিনে অনুষ্ঠিত একটি সেমিনারে এ কথা বলেছেন। তিনি বলেছেন, এ পুঁজি প্রধানত খাদ্যশস্য শিল্প, জলসেচ, কৃষি দ্রব্যের গুণগত মান বাড়ানো এবং কৃষির কাঠামোর সুবিন্যস্তকরণ এ চারটি ক্ষেত্রের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণে ব্যবহৃত হবে।
তিনি আরো বলেন, এ বছর চীন কৃষকদের উত্পাদন ও জীবন-যাপনের অবস্থা উন্নয়ন করবে এবং প্রধানত গ্রামাঞ্চলের পানীয় জলের নিরাপত্তা প্রকল্পে ও গ্রামাঞ্চলের দূষণমুক্ত জ্বালানীসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করবে। (লিলি)
|