পাকিস্তানের সিনেটের কূটনৈতিক কমিটি ২৮ জুলাই গৃহীত একটি প্রস্তাবে বলেছে, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের যে কোনো একপক্ষীয় সামরিক অভিযান গ্রহণযোগ্য নয়। কারণ এটি পাকিস্তানে জনগণের মধ্যে ক্ষোভ ও ব্যাপক প্রতিবাদ সৃষ্টি করবে। ফলে যেমন পাকিস্তানের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, তেমনি তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার পক্ষেও অনুকূল নয়।
প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাস-দমন অভিযানের মিত্র হিসেবে পাকিস্তান সন্ত্রাস-দমনের জন্যে গুরুতরভাবে ত্যাগ স্বীকার করেছে। এ পর্যন্ত পাকিস্তানের ৯০০ জন নিরাপত্তা কর্মকর্তা এবং সৈন্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র পাকিস্তানে সামরিক হামলা চালালে পাকিস্তান সন্ত্রাস-দমনে যুক্তরাষ্ট্রের প্রতি তার সমর্থন বন্ধ করবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ২৭ জুলাই তথ্য মাধ্যমকে বলেন, পাকিস্তান নিজের ভূ-ভাগে সন্ত্রাসীদের দমন করতে সক্ষম এবং সামরিক অভিযান ক্ষেত্রে বিদেশীদের সাহায্যের দরকার পড়ে না।
মার্কিন উপ পরাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস ২৫ জুলাই ওয়াশিংটনে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে আল কায়েদা সংস্থাকে দমনের অধিকার বজায় রাখবে। তবে পাশা পাশি সে পাকিস্তানের সার্বভৌমত্বের উপরও সম্মান দেখাবে। (লিলি)
|