আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মুনির মাঙ্গল ২৮ জুলাই বলেছেন, বর্তমানে আফগান সরকার সর্বশক্তি দিয়ে শান্তিপূর্ণ উপায়ে দক্ষিণ কোরিয়ার জিম্মি সংকট সমাধানের চেষ্টা করছে। প্রয়োজন হলে আফগান সরকার সশস্ত্র উপায় অবলম্বন করবে।
এ দিন ঘাজনি প্রদেশের রাজধানী ঘাজনিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, জিম্মি সমস্যা সমাধান সংক্রান্ত আলোচনা এখনো চলছে। ঘাজনি প্রদেশের বিভিন্ন এলাকা ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদল অপহরণ স্থলে গিয়ে সকল জিম্মিদের মুক্তি দেয়ার জন্য তালিবানদের রাজি করাবেন। তিনি আরো বলেছেন, জিম্মিদের স্বাস্থ্যগত অবস্থা উদ্বেগজনক বলে। প্রতিনিধিদল তাদের জন্য ওষুধও নিয়ে যাবেন।
এ দিন, তালিবান সশস্ত্র সংস্থার মুখপাত্র ইউসুফ আহমাদি জোর দিয়ে বলেছেন, যদি আফগান সরকার উদ্ধত্যের সঙ্গে সামরিক অভিযান চালায়, তাহলে তারা সব জিম্মিদের হত্যা করবে।
(খোং চিয়া চিয়া)
|