বর্ষাকালে চীনের ইয়াং সি নদীর উচ্চ অববাহিকা থেকে আসা পানি বেড়ে যাওয়ায় ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত চীনের তিন গিরিখাত বিদ্যুত কেন্দ্রে দৈনিক বিদ্যুত উত্পাদন ২০ কোটি কিলোওয়াট-ঘন্টা ছাড়িয়ে গেছে ।
জানা গেছে , চীনের তিন গিরিখাত বিদ্যুত কেন্দ্রে বিশ্বের বৃহত্তম জল-তাড়িত-ঘূর্ণচক্র বিদ্যুত উত্পাদন যন্ত্র বসানো রয়েছে । এ পর্যন্ত এ কেন্দ্রে ১৬টি ৭ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি বসানো হয়েছে এবং এগুলোর ধারণ ক্ষমতা ১ কোটি ১২ লাখ কিলোওয়াটে পৌঁছেছে । ২৯ জুলাই পর্যন্ত এ বছর তিন গিরিখাত বিদ্যুত কেন্দ্রের বিদ্যুত উত্পাদন পরিমাণ ৩০ বিলিয়ন কিলোওয়াটের কাছাকাছি হয়েছে ।
উল্লেখ্য যে , মধ্য চীনের হু পেই প্রদেশের ই ছাং শহরে অবস্থিত তিন গিরিখাত জল প্রকল্প বিশ্বের বৃহত্তম জলসেচ প্রকল্প বলে বিবেচিত হচ্ছে ।
|