শনিবার চীনের তথ্য শিল্প মন্ত্রাণালয়ের প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছরের প্রথম ছয় মাসে চীনের রংগীণ টিভি সেটের মোট উত্পাদন ৩ কোটি ৩৯ লাখের কাছাকাছি হয়েছে । এর মধ্যে এল সি ডি টিভি সেটের উত্পাদন ৬৩ লাখেরও বেশি । এটি রংগীণ টিভি সেটের মোট উত্পাদনের ১৯ শতাংশ ।
এ পরিসংখ্যান থেকে প্রমাণিত হয়েছে যে , গত দুই বছরে চীনের এল সি ডি টিভি সেটের যথেষ্ট উন্নতি হয়েছে । বাজারে এ রকম টিভি সেট জনপ্রিয় হওয়ায় তার দাম কমে আসারও বিরাট অবকাশ রয়েছে ।
উল্লেখ্য যে , এখন চীনের রংগীণ টিভি সেটের উত্পাদন বিশ্বের রংগীণ টিভি সেটের উত্পাদনের অর্ধেকেরও বেশি । ২০০৩ সালের পর চীনের রংগীণ টিভি সেটের উত্পাদন বৃদ্ধি বছরের পর বছর কমে আসলেও এখনো বিরাট মাত্রায় বেড়েই চলেছে ।
|