আন্তর্জাতিক শ্রম সংস্থার পেইচিং ব্যুরোর প্রধান কানস্টেন্স থোমাস সম্প্রতি পেইচিংয়ে বলেছেন , শ্রম বাজারে দেখা দেয়া বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চীন সরকার ব্যবস্থা নিচ্ছে । বিশেষ করে সম্প্রতি প্রকাশিত শ্রম চুক্তি সংক্রান্ত আইন শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে সাহায্য করেছে ।
তিনি আরো বলেছেন , নতুন প্রকাশিত শ্রম চুক্তি আইন শুধু শ্রমিকদের অধিকার ও স্বার্থ নিশ্চিত করে নি , বরং শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকদেরকে এই ইংগিত দিয়েছে যে , যে কোনো আইনবিরোধী তত্পরতার জন্য শাস্তি পেতে হবে ।
তিনি আরো বলেছেন , এই আইন চীনের শ্রমিকদের স্বার্থ ও অধিকার নিশ্চিত ক্ষেত্রেরএকটি বড় অগ্রগতি । আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিকদের স্বার্থ রক্ষা ক্ষেত্রে অব্যাহতভাবে চীন সরকারকে সাহায্য করবে ।
|