পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভিদ ইকবাল ছিমা ২৭ জুলাই রাতে বলেছেন, এ দিন সকালে লাল মসজিদে ডাঙ্গাহাঙ্গামা এবং প্রতিরোধ তত্পরতার দরণ পাকিস্তান সরকার অনির্দিষ্ট কালের জন্য লাল মসজিদ বন্ধ করবে।
ছিমা একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, লাল মসজিদ পুনর্নির্মাণের পর ২৭ জুলাই আবার জনগণের কাছে খোলা হয়েছে। কিন্তু কিছু ধর্মীয় সম্প্রদায়ের ছাত্ররা এই সুযোগে আবার বিশৃঙ্খলা ও প্রতিরোধ সৃষ্টি করেছে। এমন ঘটনা যাতে না ঘটের সেই জন্য পাকিস্তান সরকার অনির্দিষ্ট কালের জন্য তা বন্ধ করবে।
লাল মসজিদ আবার খোলার পর, অনেকেই সেখানে নামাজ পড়তে যান। কিন্তু কয়েকজন লাল মসজিদের সমর্থক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ দেখিয়েছে এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষ ঘটিয়েছে। ছিমা বলেছেন, একই দিন বিকেলে লাল মসজিদ থেকে কয়েক'শ মিটার দূরে একটি বাজারে নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি আত্মঘাতিমূলক বিস্ফোরণ ঘটেছে। এতে পুলিশসহ ১৩জন নিহত এবং ৬১জন আহত হয়েছে।(ইয়াং ওয়েই মিং)
|