আই এ ই এ'র দ্বিতীয় দফা ৬ জন ২৮ জুলা কর্মকর্তা ই পিয়ং ইয়ং-এ পৌঁছে, অব্যাহতভাবে ইয়ং বিয়ং-এর পরমাণু স্থাপনা তত্ত্বাবধান ও পরীক্ষা করবেন।
এ দিন দলটির নেতৃত্বদানকারী কর্মকর্তা বিমান বন্দরে বলেছেন, সম্ভবতঃ তারা উঃ কোরিয়ায় দুই সপ্তাহ থাকবেন। এ সময় তারা প্রথমে পিয়ং ইয়ং-এ কয়েক দিন থাকার পর ইয়ং বিয়ং-এ গিয়ে প্রথম দফা কর্মকর্তাদের পরিবর্তে নিজেরা ইয়ং বিয়ং-এর পরমাণু স্থাপনা তত্ত্বাবধান ও পরীক্ষা করবেন।
জানা গেছে আই এ ই এ'র প্রথম দফার কর্মকর্তাগণ তাদের দায়িত্ব হস্তান্তর করার পর ৩১ জুলাই উঃ কোরিয়া ত্যাগ করবেন।
(খোং চিয়া চিয়া)
|