২০ শতাব্দীর ৮০ দশকে কোস্টারিকা সরকার পর্যটন শিল্পের উন্নয়নে অনেক প্রচেষ্টা চালায়। বর্তমানে পর্যটনের আয় সারা দেশের জি.ডি.পির ২০ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির পর্যটন সংশ্লিষ্ট বিভাগে মোট ৪০ হাজার কর্মী কাজ করে। এ সংখ্যা হলো দেশের কর্মসংস্থানের ১৫ শতাংশ । ২০০৪ সালে কোস্টারিকায় আসা বিদেশী পর্যটকের সংখ্যা ছিল মোট ৫ লাখ ৭ হাজারেরও বেশী। পর্যটনের মাধ্যমে আয় হয়েছিল মোট ৪৫ কোটি মার্কিন ডলার ।
২০০৭ সালের ১ জুন মাসে কোস্টারিকার সঙ্গে চীনের " চীন প্রজাতন্ত্র ও কোস্টারিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যৌথ প্রস্তাব" স্বাক্ষর করেছে। একই সঙ্গে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এক পরিসংখ্যান থেকে জানা গেছে, চীন হচ্ছে কোস্টারিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। চীনের শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে চীন ও কোস্টারিকার বাণিজ্যের মোট মূল্য হয়েছে ২.১ বিলিয়ন মার্কিন ডলার। 1 2
|