জাতিসংঘের মহাসচিব বান কি মোন ২৬ জুলাই এক বিবৃতিতে বলেছেন, ইরাকী ফুটবল অনুরাগীদের গাড়ি বোমা হামলার শিকার হওয়ার ঘটনায় তিনি বিস্মিত।
বিবৃতিতে ইরাকী জনগণের জাতীয় ফুটবল দলের বিজয় অভিনন্দনের সময় সংঘটিত সহিংস এ আচরণের নিন্দা করা হয়েছে। বান কি মোন আশা করেন, ইরাকী জনগণ সহিংস আচরণকে ভয় না করে দেশের স্বার্থের জন্য সংযত থাকবেন।
উল্লেখ্য যে, ২৫ জুলাই ইরাকী ফুটবল অনুরাগীরা বাগদাদের পশ্চিমাঞ্চলের মানসৌর এলাকার রাস্তায় ইরাকের জাতীয় ফুটবল দলের এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ওঠারর জন্য অভিনন্দন জানানোর সময় গাড়ি বোমা হামলা শিকার হয়েছেন। এতে কমপক্ষে ৫০ জন নিহত, ১০০ জনেরও বেশি আহত হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|