চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটি ২৭ জুলাই জানিয়েছে , চীনে জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর ক্ষেত্রে আরো ১০ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে । এই ক্ষেত্রে চীনে সব মিলিয়ে ২১.৩ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হলো ।
এ বছরের মে মাসে প্রকাশিত চীনের জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানো সংক্রান্ত কর্মসূচী অনুযায়ী , চীনে লৌহ ও ইস্পাত , অলৌহ ধাতু শিল্প , তেল ও রসায়ন শিল্প এবং পূর্ত শিল্পের ক্ষেত্রে ব্যবহার্য সামগ্রীসহ ১০টি প্রধান জ্বালানী সাশ্রয়ী প্রকল্প গড়ে তোলা হবে । ২০১০ সালে চীনে জ্বালানী ব্যবহারের হার ২০০৫ সালের তুলনায় ২০ শতাংশ কমে যাবে এবং প্রধান প্রধান বর্জ্য পদার্থ নিঃসরণের পরিমাণ ১০ শতাংশ হ্রাস পাবে । (থান ইয়াও খাং)
|