তিব্বতে পর্যটকদের সংখ্যা দ্রুতভাবে বেড়ে যাওয়ার কারণে চাহিদা মেটানোর জন্য চীনের রেল মন্ত্রণালয় ১ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ছিংহাই প্রদেশের রাজধানী সিনিন শহর ও তিব্বতের লাসার মধ্যে প্রতি দিন আরেকটি যাত্রীবাহী রেলগাড়ির ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে ।
ছিংহাই-তিব্বত রেলপথ গত বছরের ১ জুলাই সার্বিকভাবে চালু হয়েছে । এ বছরের জুন মাসের শেষ নাগাদ এই রেলপথে পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখেরও বেশি । (থান ইয়াও খাং)
|