 ২৭ জুলাই চীনের গণ কল্যাণ দফতর সূত্রে জানা গেছে, চীনের গণ কল্যাণ লটারি গত ২০ বছরে ৮০.৯ বিলিয়ন ইউয়ান সংগ্রহ করেছে। এটি সমাজের গণ কল্যাণ মূলক উন্নয়নের গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে।
গণ কল্যাণ দফতরের উপমন্ত্রী লি লি কুও বলেছেন, গণ কল্যাণ লটারির লক্ষ হলো সামাজিক সুরক্ষা তহবিল, প্রতিবন্ধী সাহায্য প্রকল্প, শহর ও গ্রামের চিকিত্সা সাহায্য করা এবং সমাজে গণ কল্যাণ সংস্থা গড়ে তোলাসহ বিভিন্ন গণ কল্যাণ প্রকল্পে সহায়তা দেয়া।
|