v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-27 18:55:45    
চীনের সাজসরঞ্জাম তৈরী শিল্পের  উদ্ভাবনের মান  অবিরাম উন্নত হচ্ছে

cri
    চীনের সংশ্লিষ্ট অর্থনীতি সংশ্লিষ্টপ্রশাসন বিভাগের কয়েকজন কর্মকর্তা এক সাক্ষাত্কারে বলেছেন , বিগত কয়েক বছর ধরে চীন বিদেশের প্রগতিশীল প্রকৌশল গ্রহণ করা , গুরুত্বপূর্ণ প্রকৌশল গবেষণা কাজে অর্থবিনিয়োগ বাড়িয়ে দেয়া এবং বিরাটাকারের শিল্পপ্রতিষ্ঠান গ্রুপ গড়ে তুলতে উত্সাহ দেয়া সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে । যার ফলে চীনের সাজসরঞ্জাম তৈরী শিল্পের উদ্ভাবনের মান লক্ষ্যনীয়ভাবে উন্নত হয়েছে । পরবর্তীকালে গবেষণায় অর্থ বরাদ্দ, শুল্ক নীতি, সরকারী ক্রয়সহ বিভিন্ন ক্ষেত্রে চীন সরকার সাজসরঞ্জাম তৈরী শিল্পের উন্নয়নকে উত্সাহ দেবে ও পরিচালনা করবে ।

    চীনের চুংছাই আন্তর্জাতিক প্রকল্প কোম্পানি কিছু দিন আগে সাফল্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অংগরাজ্যের দিনে ৪০০০ টন সিমেন্ট উত্পাদনে সক্ষম এমন একটি প্রকল্প হাতে নিয়েছে । চীনের সিমেন্ট সরঞ্জাম এই প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করেছে । প্রকৌশল, জ্বালানী সম্পদ ব্যয় ও ধুলিকণা নিঃসরণ সহ বিভিন্নক্ষেত্রে চীন পক্ষের সরবরাহকৃত সরঞ্জামস্থানীয় এলাকার প্রয়োজনের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণবলে চীনের চুংছাই আন্তর্জাতিক প্রকল্প কোম্পানি টেন্টারে নিশ্চিত হয়েছে ।

    চুংছাই আন্তর্জাতিক প্রকল্প লিমিডেট কোম্পানির প্রেসিডেন্ট ওয়াং উই বলেছেন , তাদের কোম্পানিদেশের সবচেয়ে উন্নত মানের সিমেন্ট প্রকল্পের ডিজাইন ও উন্নয়নমূলক সম্পদ নিয়ে নিজের নক্সা ও ব্যবস্থা করার ক্ষমতা কাজে লাগিয়ে নতুন সিমেন্ট উত্পাদনের বিশেষ প্রকৌশল আয়ত্ত করেছে । এখন তারা শুধু চীনের বৃহত্তম সিমেন্ট সরঞ্জাম সরবরাহ ব্যবসায়ীতা নয় , বরং তারা এক-তৃতীয়াংশ আন্তর্জাতিক বাজারও দখল করেছে । তিনি বলেছেন , এ বছরের প্রথমার্ধে বিদেশে চুংছাই আন্তর্জাতিক কোম্পানি ১০০ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে । এই পরিমান গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তিনগুণ।

    বর্তমানে চীনের সরঞ্জাম তৈরী শিল্প বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে । উত্পাদনমূল্য গোটা দেশের শিল্প উত্পাদনমূল্যের এক চতুর্থাংশ । এর মধ্যে সরঞ্জাম তৈরী শিল্পের ভিত্তি হিসেবে ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রাংশউন্নয়ন বিশেষভাবে দ্রুত হয়েছে । কোম্পানিটি বিমান ও গাড়ি সহ বিভিন্ন দ্রব্যের বিরাটাকারের যন্ত্রাংশ তৈরী করতে সক্ষম হয়েছে । চীনা যান্ত্রিক শিল্প সমিতির ভাইস চেয়ারম্যান ছাই উইছি বলেছেন , আগে গাড়ি ও মহাশুণ্য ক্ষেত্রে চীনের প্রয়োজনীয় উন্নতমানের ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রাংশপ্রধানত আমদানির উপর নির্ভরশীল ছিল । এখন প্রতি বছর চীন যে মধ্য ও উচ্চ মানের ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রাংশেরউন্নয়নকরেছে তার সংখ্যা ১০০ ছাড়িয়েছে । তিনি বলেছেন , ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রাংশ অন্যান্য যন্ত্রাংশেরমধ্যে সবচেয়ে উন্নতমানের । এ বছর চীনের তৈরী এ ধরনের উন্নত মানের যন্ত্রাংশগত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেশি । এর মাসিক উত্পাদন পরিমান ১০হাজার ছাড়িয়েছে । এখন চীন বিশ্ব ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রাংশউত্পাদনকারী বড় দেশের সারিতে রয়েছে ।

    ডিজিটাল নিয়ন্ত্রিত যন্ত্রাংশ ছাড়া চীন সাফল্যের সঙ্গে ৬ লাখ কিলোওয়াট আগুণ চালিত বিদ্যুত উত্পাদন জেনেরেটিং সেট, ৩ লাখ ইথিলিন , মুক্ত কয়লা খনিতে কোটি টন কয়লা উত্পাদনের সরঞ্জাম সহ বিভিন্ন সরঞ্জামের সেট উন্নয়নেগবেষণা করেছে এবং ৮০ লাখ টনের ইস্পাতও লৌহ যৌথ শিল্প সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হয়েছে । বছরে কোটি টন তেল শোধনাগার সরঞ্জামের বৃদ্ধিহার ৯০ শতাংশে দাঁড়িয়েছে ।

    চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের শিল্প বিষয়ক বিভাগের প্রধান ছেন পিন বলেছেন , এ বছরের প্রথমার্ধে চীনের সাজসরঞ্জাম তৈরী শিল্পের রপ্তানি মূল্য ৭০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে । এটা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি । বিদ্যুত উত্পাদন সরঞ্জাম , ট্রান্সমিশন ব্যবস্থা ও সিমেন্ট সহ বিভিন্ন সরঞ্জামের সেটের ব্যাপারে চীন দেশের চাহিদাকে পুরোপুরি মেটাতে সক্ষম হয়েছে । এ ক্ষেত্রে চীনের উত্পাদিত পণ্যআন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে ।