২৭ জুলাই তালিবানরা বলেছে , স্থানীয় সময় দুপুল ১২টা সময়সীমা বেধে দেয়ার পরও তালিবান ও আফগান সরকারের দক্ষিণ কোরিয় অপহৃতদের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে । এ পর্যন্ত অপহৃতদের হত্যা করার কোনো লক্ষণ দেখা যায় নি ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এদিন বলেছেন, আটক রাখা ২২ জন দক্ষিণ কোরিয় নাগরিক এখন নিরাপদ । দক্ষিণ কোরিয়া সরকার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করছে । তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া সরকার অপহৃতদের মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে । তাছাড়া, দক্ষিণ কোরিয়া সরকার আফগান সরকার, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে ।
অন্য এক খবরে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের একীকরণ ও নিরাপত্তা নীতি কার্যালয়ের পরিচালক বাক জোং ছুন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে আফগানিস্তানে পৌঁছে আফগান সরকারকে অপহৃতদের মুক্তির ব্যাপারে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছেন ।
(ছাও ইয়ান হুয়া )
|