দক্ষিণ কোরিয়া ও যুক্তিরাষ্ট্রের যৌথবাহিনীর কমান্ড ২৭ জুলাই বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তিরাষ্ট্রের " আল ছি ফোকাস লেন্স--২০০৭" নামক যৌথ সামরিক মহড়া ২০ থেকে ৩১ আগষ্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে।
এদিন দক্ষিণ কোরিয়া ও যুক্তিরাষ্ট্রের যৌথবাহিনীর কমান্ড সংবাদ সম্মেলনে জানিয়েছে, " আল ছি ফোকাস লেন্স--২০০৭" নামক যৌথ সামরিক মহড়া অনুষ্ঠান হচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তিরাষ্ট্রের যৌথবাহিনীর নিয়মিত বার্ষিক সামরিক মহড়াগুলোর মধ্যে অন্যতম। কম্পিউটারের মাধ্যমে এবারের সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। যাতে কোরিয় উপদ্বীপে অতর্কিত হামলা মোকাবিলার জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথবাহিনীর সামরিক ক্ষমতাকে উন্নত করা যায়।
দক্ষিণ কোরিয়ার সংবাদ-মাধ্যম সূত্রে জানা গেছে, এবারের সামরিক মহড়া অনুষ্ঠানে ১০ হাজারেরও বেশি মার্কিন সৈন্যের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি ছাড়া অন্যান্য বৈদেশিক ঘাঁটি থেকে আসবে বলে অনুমান করা হচ্ছে।
|