v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-27 14:38:25    
তিব্বতে লিনচি অঞ্চলের নতুন পরিবর্ত

cri
    লিন চি অঞ্চল চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পূর্বাংশে অবস্থিত । সমুদ্র-সমতলের তুলনায় অনেক উঁচুতে এই অঞ্চল বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ । এই অঞ্চলে যেমন সাওসুরিয়া ইন্ভোলুক্রেটা রয়েছে , তেমনি কলা ও তালগাছসহ বিবিধ আধা-গ্রীষ্মকালীন উদ্ভিদ ও ফসলও দেখা যায় । লু পা ও মেন পাসহ বিভিন্ন সংখ্যালঘু জাতি এই অঞ্চলে বসবাস করে । ভৌগলিক অবস্থা জটিল বলে বাইরের সঙ্গে এই অঞ্চলের লোকদের যোগাযোগ খুব কম ছিল। গত দশ বারো বছর ধরে তিব্বতের টেলি-যোগাযোগ কোম্পানির লিন চি শাখা প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টার কারণে বাইরের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগের একটি সেতু স্থাপন করা হয়েছে । আজ এই অনুষ্ঠানে এ সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

    তিব্বতের লিন চি অঞ্চলের টেলি-যোগাযোগ বিভাগের প্রধান ছিরেনলুবু এই অঞ্চলের মু থু জেলা প্রসঙ্গে বলেন ,

    মু থু জেলা চীনের এমন একটিমাত্র অঞ্চল, যে জেলায় কোন সড়ক চালু হয় নি । মু থু জেলায় প্রবেশের জন্য চার দিন চার রাত সময়ের প্রয়োজন । যাওয়ার পথে সমুদ্র-সমতলের তুলনায় ৫ হাজার মিটারেরও বেশি তুস্যুনলা নামে একটি তুষার পাহাড় অতিক্রম করতে হতো । যাওয়ার পথে বিস্তীর্ণ একটি জলাভূমিও পার হতে হতো । যাতায়াতের অবস্থা খুব জটিল ।

    মু থু জেলা লিন চি অঞ্চলের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত । চীনের অভ্যন্তরস্থলে মু থু জেলা এমন একটি জেলা , যেখানে কোন সড়ক এ পর্যন্ত চালু করা হয় নি । কিন্তু এখন এই জেলায় বাইরের সঙ্গে টেলি-যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব হয়েছে ।

    ২০০৩ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার , চীনের টেলি-যোগাযোগ শিল্প গোষ্ঠী ও লিন চি অঞ্চলের বিভিন্ন-স্তরের সরকারের যৌথ উদ্যোগে থানায় থানায় যপগ্রহযোগে টেলি-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার একটি অভিযান চালানো হয়েছে । এই অভিযানের লক্ষ্য হলঃ লিন চি অঞ্চলের বিভিন্ন থানায় উপগ্রহযোগে টেলি-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা । লিন চি অঞ্চল বছরের বেশি সময় বরফে আবৃত থাকে , যাতায়াতের ব্যবস্থাও অত্যন্ত কঠিন । যাবতীয় পথ কোমর পর্যন্ত বরফে ঢাকা । এই অবস্থায় টেলি-যোগাযোগ প্রকল্প নির্মাণ করা প্রকৌশলী ও শ্রমিকদের জন্য অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল । প্রকল্প নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ঘোড়ায় বহন করা হতো । অসাবধানে ঘোড়া ও মালামালসহ পাহাড়ের নীচে পড়ে যাবার আশঙ্কাও ছিল । এই দুরূহ অবস্থায় প্রকৌশলী ও শ্রমিকরা তাদের আত্মনিয়োগ ও অধ্যবসায়ের ওপর নির্ভর করে এই প্রকল্পের কাজ ্ সম্পন্ন করেছেন । লিন চি অঞ্চলের টেলি-যোগাযোগ ও ইন্টারনেট বিভাগের প্রধান ছিরেনলুবু বলেন ,

    এক দিন মু থু জেলায় উপগ্রহযোগে টেলি-যোগাযোগ ব্যবস্থা হঠাত্ বন্ধ ছিল । বাইরের সঙ্গে এই জেলার যোগাযোগ ব্যবস্থা আটকা পড়ল । তখন এই অঞ্চল ভীষণ বরফে আবৃত ছিল । বাইরের সঙ্গে সকল যাতায়াতের পথ বন্ধ ছিল । এর আগের কয়েক দিনে পাহাড়ে তুষার ধস নামে । সুতরাং ,এই অবস্থায় টেলি-যোগাযোগের সমস্যা সারানো খুব কঠিন ছিল ।

    প্রকৌশলী ও শ্রমিকদের দুরূহ প্রচেষ্টার মাধ্যমে বাইরের সঙ্গে মু থু জেলার যোগাযোগের সমস্যার সমাধান করা হয়েছে । ২০০৪ সালে এই জেলার যোগাযোগের অনুন্নত অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য চীনের টেলি-যোগাযোগ শিল্প গোষ্ঠী উপগ্রহযোগের পরিবর্তে রেডিও যোগে টেলি-যোগাযোগের পদ্ধতি গ্রহণের সিদ্ধান্ত নেয় । প্রকৌশলী ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ২০০৪সালের ১৯ জুন এই জেলায় রেডিওযোগে টেলিভিশন ও টেলিফোন ব্যবস্থা সাফল্যের সঙ্গে চালু করা হয় । ফলে বাইরের সঙ্গে এই জেলার অনুন্নত টেলি-যোগাযোগ সমস্যা পুরোপুরিভাবে সমাধান করা সম্ভব হয় ।

    মু থু জেলার তথ্যায়ন ও নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজ দ্রুততর করা এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য গত বছর লিন চি অঞ্চলের টেলি-যোগাযোগ বিভাগের উদ্যোগে ইন্টারনেটের পরিসেবা ব্যবস্থাও চালু করা হয়েছে । ফলে এই অঞ্চলে ইন্টারনেট ব্যবস্থা চালু না হওয়ার ইতিহাসের অবসান ঘটেছে । লিন চি অঞ্চলের পা ই থানার কর্মকর্তা ইয়াং চি হোং বলেন ,

    বাইরের সঙ্গে মু থু জেলার যাতায়াতের ব্যবস্থা অনুন্নত ছিল । ২০০৬ সালের আগস্ট মাসে ব্রড্ ব্যান্ড ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলার পর তথ্য বিনিময়ের ক্ষেত্রে অনেক সুবিধার সৃষ্টি হয়েছে ।

    ২০০৭ সালের মার্চ মাসের শেষ নাগাদ লিন চি অঞ্চলের ৪৩২টি গ্রামে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে । মু থু জেলায় ব্রড ব্যান্ড ব্যবস্থা ও একটি সাইবার ক্যাফে গড়ে তোলা হয়েছে । ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে এই জেলার জনগণের জীবনধারা ও কাজের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে । এটা মু থু জেলার তথ্যায়ন ও নতুন গ্রামাঞ্চলের নির্মাণকাজের জন্য নতুন প্রাণ শক্তি যুগিয়েছে । এ প্রসঙ্গে তিব্বত টেলি-যোগাযোগ কোমাপানির লিন চি শাখা প্রতিষ্ঠানের উপ-প্রধান বুছিরেন গৌরবের সঙ্গে বলেন ,

    লিন চি টেলি-যোগাযোগ বিভাগের কয়েক প্রজন্মের কর্মীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই অঞ্চলে তিব্বতের প্রথম টেলিয়োন গ্রাম গড়ে তোলা হয়েছে । অপটিক্যাল ক্যাবল , উপগ্রহ ও রেডিও যোগে টেলি-যোগাযোগসহ বিভিন্ন পদ্ধতিতে এ অঞ্চলের সকল থানা ও গ্রামের টেলি-যোগাযোগ সমস্যার নিষ্পত্তি করা হয়েছে ।

    বর্তমানে লিন চি অঞ্চলে বিভিন্ন জাতির জনগণ ইন্টারনেট ও টেলিফোন ইত্যাদির ব্যবস্থার মাধ্যমে বাইরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সক্ষম । এতে জনসাধারণ খুব খুশি হয়েছে । স্থানীয় মেন পা জাতির তরুণ ওয়ে পিং সংবাদদাতাকে জানিয়েছেন ,

    টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা চালু হওয়ার আগে বাইরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ভীষণ কষ্ট ও অসুবিধা বোধ করা হতো । চিঠি পাঠালে কমপক্ষে তিন চার দিন সময় লাগতো । এখন শুধু ফোন করলেই চলে ।

    লিন চি টেলি-যোগাযোগ বিভাগ এ পর্যন্ত গ্রামে গ্রামে টেলি-যোগাযোগ ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে । যাতে বাড়িতে বাড়িতে টেলিফোন ও গ্রামে গ্রামে ব্রড ব্যান্ড ব্যবস্থা গড়ে তোলা হয় ।