হাইনান প্রদেশের গ্রামাঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্কুলে তৃতীয় কিস্তির আধুনিক দূর-শিক্ষণ ব্যবস্থা প্রকল্প সম্প্রতি শুরু হয়েছে। এ বছরের শেষ নাগাদ এই প্রকল্প চালু হওয়ার হার শতভাগে পৌঁছাবে। সারা প্রদেশের ১২ লাখ ছাত্রছাত্রী এর সুফল ভোগ করতে পারবেন।
খবরে জানা গেছে, হাইনান প্রদেশের গ্রামাঞ্চলের মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্কুলের আধুনিক দূর-শিক্ষণ ব্যবস্থা প্রকল্প তিন বছর হলো চালু হয়েছে। পরিকল্পনা অনুসারে ২০০৫ সাল থেকে শুরু হয়ে এ বছরে তা শেষ হওয়ার কথা। এ বছরের শেষ নাগাদ পর্যন্ত হাইনান প্রদেশ এই প্রকল্পে ১৩.৫ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করছে।
*২০০৭ সালে পেইচিং শহরের বিশ্ব বিদ্যালয়ের স্নাতকদের গ্রামাঞ্চলে চাকরি করা বিষয়ক বিদায় সম্বর্ধনা জানানো এবং প্রশংসা সম্মেলন সম্প্রতি আয়োজিত হয়েছে। এ পর্যন্ত পেইচিং শহরের বিশ্ব বিদ্যালয়ের ৫৬৫০ জনেরও বেশী ছাত্রছাত্রী গ্রামাঞ্চলের তৃণমূল পর্যায়ে চাকরি করছে। নিখিল চীনে প্রথম বারের মতো "প্রত্যেক গ্রামে বিশ্ব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাজ করা"এই লক্ষ্যবস্তু বাস্তবায়িত হয়েছে।
*সম্প্রতি জলসেচ মন্ত্রণালয়প্রকাশিত "২০০৬ সালে সারা চীনের জলসেচ উন্নয়ন সম্পর্কিত পরিসংখ্যান থেকে দেখা গেছে যে, ২০০৬ সালে চীনে গ্রামাঞ্চলের পানীয় জলের নিরাপত্তা প্রকল্পে মোট ১০.৭৭ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করা হয়েছে। ২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার লোকের পানীয় জল সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে গ্রামাঞ্চলে মোট ৫৫.৯ কোটি লোক নিরাপদ পানি পান করতে পারেন।
|