সম্প্রতি দশম পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প মেলা শেষ হয়েছে। পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রে ৮০টি বড় স্ক্রীন(screen) অনেক দর্শকদেরকে আকর্ষ করেছে। প্রতি বছরে এক বার বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্র বিভিন্ন অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তির পদ্ধতিতে পুঁজিবিনিয়োকারীদেরকাছে উন্নয়ন ক্ষেত্রের সাফল্য ও সুবিধা প্রকাশ করে। যাতে বিখ্যাত্ দেশী ও বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করা যায়। বন্ধুরা, এবারের অনুষ্ঠানে আমি আপনাদেরকে পেইচিং অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্র বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার কিছু কথা বলবো।
দক্ষিণ পেইচিংয়ের ইজুয়াংয়ে অবস্থিত পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্র ১৯৯২ সালে নির্মিত হয়। ১৯৯৮ সালে প্রথম পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উন্নয়ন ক্ষেত্রে শিল্প-প্রতিষ্ঠানগুলোও ছয় প্রকল্প স্বাক্ষর করে। এখন এসব বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে পুঁজিবিনিয়োগের শিল্প-প্রতিষ্ঠান উন্নয়ন ক্ষেত্রের মেরুদন্ত স্থানীয় শিল্পে পরিনত হয়েছে।
দশম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্র বিভিন্ন অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তির পদ্ধতিতে ভবিষ্যতে ক্ষেত্র উন্নয়নের ধারণা ও দিক প্রকাশ করেছে। পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রের পরিচালনা কমিশনের একজন কর্মকর্তা মাদাম ইয়াও চিং বলেছেন,
'আমাদের ক্ষেত্রের চারটি বৃহত্ শিল্প ইলেকট্রোনিক তথ্য শিল্প, জীব-বিদ্যা প্রকল্প এবং ঔষধ শিল্প, গাড়ী শিল্প ও সাজসরন্ঞ্জাম এবং তৈরী শিল্পের উত্কৃষ্ট শিল্প-প্রতিষ্ঠানগুলো এবারের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয়। আমরা আশা করি, এবারের মেলার মাধ্যমে আমাদের ক্ষেত্র প্রচার করা যাবে। যাতে আমাদের উন্নয়ন ক্ষেত্র চীনের প্রথম পর্যায়ে উঠা যায়।'
দশবার অনুষ্ঠিত পেইচিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প মেলা এখন পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্র বিখ্যাত্ দেশী ও বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের সুষ্ঠু প্ল্যাটফর্মে পরিনত হয়। এ মেলার ত্বরান্বিতে সুইডেনের রাসায়নিক পণ্যদ্রব্য তৈরী পার্স্টোর্প কোম্পানি, মার্কিন জিই কোম্পানি, বোয়ে বিজ্ঞান আর প্রযুক্তি কোম্পানি, চীনের নেটকম কোম্পানি ও হাইয়ার কোম্পানিসহ বিভিন্ন বিখ্যাত্ দেশী ও বিদেশী কোম্পানি পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রেও সদর দফতর, গবেষণা কেন্দ্র ও শাখা সংস্থা প্রতিষ্ঠা করেছে। তিনি বলেছেন,
'এ মেলা আমাদের জন্য এক সুষ্ঠু প্ল্যাটফর্ম নির্মাণ এবং ব্যবসা সংগ্রহের একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। প্রতি বছরে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রচার করে ব্যবসা সংগ্রহের ত্বরান্বিত করি।'
পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্র এবারের মেলায় নিজের ব্যাপক আকারের প্রদর্শনী ক্ষেত্রে প্রবর্তিত করে। ক্ষেত্রে অনেক শিল্প-প্রতিষ্ঠান এখানে তাদের সবচেয়ে অগ্রণী প্রযুক্তি ও পণ্যদ্রব্য পদর্শন করে। বিশ্ববিখ্যাত্ টেলি-যোগাযোগ শিল্প-প্রতিষ্ঠান নকিয়া কোম্পানির প্রদর্শণী ক্ষেত্র ডিসাইন খুবই স্বতন্ত্র। দর্শকরা পরিষ্কারভাবে নকিয়া মোবাইল টেলিফোনের কাঠানো দেখতে পারেন।
পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রে নকিয়ার সিংওয়াং শিল্প উদ্যানে তার চীনে সদর দফতর, গবেষণা কেন্দ্র ও কারখানা অবস্থিত। বর্তমানে সিংওয়াং শিল্প উদ্যান প্রযুক্তি গবেষণা, পণ্যদ্রব্যের ডিসাইন, আসবাবপত্র সরবরাহ, পণ্য পরিবহন, উত্পাদন ও আঞ্চলিক সদর দফতর রওয়ার বিশ্বের একটি বৃহত্তম মোবাইল টেলি-যোগাযোগ অগ্রণী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যাণে পরিণত হয়।
পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রের শিল্প উন্নয়নের সুষ্ঠু পরিবেশ হল দেশী ও বিদেশী বিখ্যাত্ শিল্প-প্রতিষ্ঠানগুলো এখানে প্রবেশের এক গুরুত্বপূর্ণ কারণ। কোনো কিছু বিখ্যাত্ শিল্প-প্রতিষ্ঠান দেখে যে, তাদের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিরা পৃথক পৃথকভাবে এখানে কার্যলয় প্রতিষ্ঠা করে এবং সুষ্ঠুভাবে উন্নয়ন করে। এরফলে এসব বিখ্যাত্ শিল্প-প্রতিষ্ঠানের এখানে পুঁজিবিনিয়োগের প্রত্যয় বেড়েছে।
এবারের মেলা অনুষ্ঠানের আগে বিশ্বের বৃহত্তম পানীয় প্যাকিং উত্পাদন শিল্প-প্রতিষ্ঠান ফ্রান্সের সিডেল কোম্পানি ৫কোটি মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ করে পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রে বিশ্বে প্রথম পর্যায়ের পানীয় প্যাকিং উত্পাদিত কেন্দ্র। এটি হল চীনে সিডেল কোম্পানির বৃহত্তম উত্পাদিত কেন্দ্র। সিডেল কোম্পানির উপ পরিচালক মার্ট টল্লস্মান পানীয় প্যাকিং উত্পাদিত কেন্দ্রের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে বলেছেন, পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রে খুবই সুষ্ঠু পুঁজিবিনিয়োগের পরিবেশ, পুর্ণাঙ্গ স্থাপনা ও প্রথম পর্যায়ের সেবা রয়েছে। এখন চীনের পানীয় বাজার অভূতপূর্ণভাবে উন্নীত হচ্ছে, তিনি চীনের পানীয় প্যাকিং বাজারের ভবিষ্যত্ উন্নয়নের সম্পর্কে আশাবাদী। তিনি বরেছেন,
'পুঁজিবিনিয়োগ ও কারখানা নির্মাণের সময় আমরা পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি ক্ষেত্রের পেশাগত পরিচালনা দেখেছি। সেজন্য আমরা দ্রুতভাবে এখানে পুঁজিবিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।'
বর্তমানে, পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি ক্ষেত্রে প্রাথমিকভাবে ইলেকট্রোনিক তথ্য, জীব-বিদ্যা প্রকল্প এবং ঔষধ শিল্প, গাড়ী শিল্প ও সাজসরন্ঞ্জাম এবং তৈরী শিল্প এ চারটি মেরুদন্ত স্থানীয় শিল্প প্রতিষ্ঠিত হয়।
পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রের পরিচালক চাং বোস্যু বলেছেন, উন্নয়ন ক্ষেত্রের বিজ্ঞান আর প্রযুক্তি, কর্মক্ষম জনশক্তি ও তথ্যের সুবিধা এবং সুষ্ঠু পুঁজিবিনিয়োগের পরিবেশ রয়েছে। এছাড়ও, পরিচালনা কমিশন উন্নয়ন ক্ষেত্রে শিল্প-প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতা ও পেশাগত সেবা সরবরাহের জন্য সেবা ও পরিচালনার ধারণা উন্নয়ন করে। তিনি বলেছেন,
'উন্নয়ন ক্ষেত্রের পরিচালনা কমিশন শিল্প-প্রতিষ্ঠানগুলোর স্বার্থের ভিত্তিতে অব্যাহতভাবে সেবার পদ্ধতি নবায়ন ও উদ্ভাবন এবং পুর্ণাঙ্গ করবে। আমরা শিল্প-প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের জন্য আরো পেশাগত ও সুষ্ঠু সেবা সরবরাহ করবো। যাতে এসব শিল্প-প্রতিষ্ঠা পেইচিংয়ে আরো বেশি সাফল্য ও উন্নয়ন লাভ করা যায়।'
সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী, ২০১০ সালে পেইচিং অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্র অগ্রণী শিল্প প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিক বাজারে সম্মূখীন অগ্রণী শিল্প নতুন ক্ষেত্রে পরিণত হবে।
|