চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মা সিউ হং ২৬ জুলাই চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সি আন শহরে অনুষ্ঠিত " চতুর্থ আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত ফোরামে" বলেছেন, চীন সরকার আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা উন্নয়নের উপর বেশি গুরুত্ব দেয়। এটি হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়ায় যোগ দেয়ার গুরুত্বপূর্ণ উপায় এবং সার্বিকভাবে বিশ্বমুখী উন্মুক্ত হওয়ার মান উন্নতির প্রয়োজনীয় পদক্ষেপ।
জানা গেছে, চীন ১৯৯১ সালে ওপেকে যোগ দেয়ার পর, আসিয়ান, চিলি এবং পাকিস্তানের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বৃহত্তর মেকং উপ-আঞ্চলিক সহযোগিতা, তুমেন নদী সংক্রান্ত ব্যাপক সহযোগিতা উন্নয়ন এবং মধ্য এশিয়ার আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতামূলক ব্যবস্থার উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বর্তমানে চীন এশিয়া, ওশেনিয়া, ল্যাটিন আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকাসহ সংশ্লিষ্ট ২৮টি দেশ বা অঞ্চলের সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের বিষয়ে আলোচনা করছে।
মা সিউ হং বলেছেন, চীনের চলমান এসব আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা ব্যবস্থা সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের মধ্যে বাণিজ্য এবং পুঁজি বিনিয়োগের ব্যবধান কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেচ্ছে।
|